April 16, 2024, 4:17 pm

শিরোনাম :
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের ধরে রাখতে হবে: সাহাদাত হোসেন রনি ৭ মার্চের ভাষণ সমগ্র বিশ্ববাসীর জন্য ঐতিহাসিক ভাষণ: সাহাদাত হোসেন রনি একুশের মূল চেতনা আমাদের তরুণ প্রজন্মকে ধারণ করতে হবে: সাহাদাত হোসেন রনি একুশ আমাদের চেতনা, একুশ আমাদের বিশ্বাস: সাহাদাত হোসেন রনি স্বাধীনতার পূর্ণতার দিন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন: সাহাদাত হোসেন রনি কক্সবাজার ১ আসনে নিশ্চিত পরাজয় জেনে শেষ মূহুর্তে জাফর আলমের ভোট বর্জনের ঘোষণা বাঙালি জাতির আস্থার নাম হলো ছাত্রলীগ: সাহাদাত হোসেন রনি
চকরিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরােধী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত

চকরিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরােধী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর ঘােষিত দুর্নীতির বিরুদ্ধে ‘শূণ্য সহনশীলতা’ সর্বক্ষেত্রে বাস্তবায়নের দাবী

এম, রিদুয়ানুল হক , চকরিয়া:
আজ ৯ ডিসম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরােধী দিবস ২০১৯ উদযাপন উপলক্ষ্যে সকাল ১০ ঘটিকায় চকরিয়া উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরােধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়ায় যৌথ উদ্যােগে র‌্যালি, মানববন্ধন কর্মসূচি আয়ােজন করা হয়। মহান জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তােলন, শান্তির প্রতীক পায়রা উড়ানাের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। কর্মসূচির শুভ উদ্বােধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর হােসেন।

এ সময় উপস্থিত ছিলেন সনাক চকরিয়ার সভাপতি অধ্যাপক একেএম শাহাবুদ্দিন ও দুপ্রক সভাপতি মাে. নােমান, টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক এজিএম জাহাঙ্গীর আলম, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক সনাক ও দুপ্রক নেতৃবৃন্দ, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার জনগণ।

শুভ উদ্বােধন করে প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) তানভীর হােসেন বলেন সরকার দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করেছে। প্রতিটি প্রতিষ্ঠানের কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সরকারি উদ্যােগে একাত্ম হয়ে জনগনকেও দুর্নীতির বিরুদ্ধে সােচ্ছার হয়ে এগিয়ে আসতে হবে। নিজেকে দুর্নীতিমুক্ত রাখার শপথই হােক আগামীর সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার অন্যতম অঙ্গীকার।

উদ্বােধন শেষে প্রধান অতিথির নেতৃত্বে দুর্নীতিবিরােধী র‌্যালির আয়ােজন করা হয়। র‌্যালিটি চকরিয়া উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে থানার মােড় এসে শেষ হয়। র‌্যালি শেষে সনাক সভাপতি অধ্যাপক একেএম শাহাবুদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে একাত্মতা ঘােষণা করে ও নিজেকে দুর্নীতিমুক্ত ঘােষনা করে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম লিটু ও দুপ্রক সভাপতি মাে. নােমান। মানববন্ধনে সনাক-টিআইবি, দুপ্রক নেতৃবৃন্দ, ইয়েস সদস্য ও সর্বাস্তরের জনগন স্বত:ফোর্ত অংশগ্রহণ করেন।

অপরদিকে ইয়েস ফ্রেন্ডস গ্রুপ কক্সবাজার শাখা, কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক আয়ােজিত কর্মসূচিতে ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপ বাদরবানের লামা আলীকদম-শাখা লামা উপজেলা প্রশাসন কর্তৃক আয়ােজিত দুর্নীতিবিরােধী দিবসের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করে।

আন্তর্জাতিক দুর্নীতিবিরােধী দিবস ২০১৯ উপলক্ষ্যে দুর্নীতি প্রতিরােধ কার্যকর পদক্ষেপ গ্রহণ টিআইবি সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য নিম্নলিখিত সুপারিশসমূহ প্রস্তাব আকারে উপস্থাপন করেছে:


১। চলমান দুর্নীতিবিরােধী অভিযানের বাস্তব সুফল নিশ্চিতে কােনাে প্রকার ভয় বা করুণার ঊর্ধ্বে থেকে প্রধানমন্ত্রীর ঘােষিত ‘‘কাউকে ছাড় দেওয়া হবে না” এই অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে;
২। অন্তর্ভুক্তিমূলক টেকসই অভীষ্ট অর্জন সকল অভীষ্টের কার্যকর বাস্তবায়নের পূর্বশর্ত হিসেবে অভীষ্ট ১৬ এর ওপর সর্বাধিক প্রাধান্য নিশ্চিত করতে হবে এবং এ লক্ষ্যে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে;
৩। দুর্নীতির বিরুদ্ধে সাধারণ জনগণ, গণমাধ্যম ও বসরকারি সংগঠনসমূহ যাতে সােচ্চার ভূমিকা পালন করতে পারে, তার উপযুক্ত পরিবেশ নিশ্চিতে সরকারকে কার্যকর উদ্যােগ গ্রহণ করতে হবে;
৪। সকল নাগরিকের বাক্-স্বাধীনতা নিশ্চিত করতে ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ ও ‘ফরেন ডােনেশনস (ভলাটারি অ্যাক্টিভিটিস) রেগুলেশন অ্যাক্ট’এর নিবর্তনমূলক ধারাসমূহ বাতিল করতে হবে;
৫। সরকারি খাতে অনিয়ম ও দুর্নীতি প্রতিরােধ করতে ‘সরকারি চাকরি আইন ২০১৮’ এর বিতর্কিত ধারাসমূহ বাতিল করতে হবে;
৬। ঋণ খেলাপিতে জর্জরিত রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকিং খাত দুর্নীতি ও জালিয়াতি এবং বেসরকারি ব্যাংকের নজিরবিহীন আর্থিক কেলঙ্কারির সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে; এক্ষেত্রে প্রয়ােজনীয় সংস্থার প্রস্তাবনা প্রণয়নের জন্য নিরপেক্ষ, যথাযথ যােগ্যতাসম্পন্ন, নিরেপক্ষ ও স্বার্থের দ্বন্দ্বমুক্ত বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন ব্যাংকিং কমিশন গঠন করতে হবে;
৭। বিচার ব্যবস্থা, প্রশাসন ও আইন প্রয়ােগকারী সংস্থায় পরশাদারি উৎকর্ষ ও কার্যকরতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমন্বিত ও পরিপূরক কৌশল গ্রহণ করতে হবে; এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলাের প্রধান ও সদস্যদের নিয়ােগ যােগ্যতার মাপকাঠি নির্ধারণ এবং স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়ােগ নিশ্চিত করতে হবে;
৮। তথ্য অধিকার আইন, ২০০৯ এর কার্যকর প্রয়ােগের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে, বিশেষ করে তথ্যের আবেদনকারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে;
৯। জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) আইন, ২০১১’ বাস্তবায়নের জন্য একটি সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এ আইন সম্পর্কে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সচেতনতা বাড়ানাের বিভিন্ন কর্মসূচি নিতে হবে।
১০। দুর্নীতি প্রতিরােধ দুদককে শক্তিশালী করতে রাজনৈতিক সদিচ্ছার কার্যকর প্রয়ােগ নিশ্চিত করে প্রতিষ্ঠানটির ওপর সকল প্রকার প্রত্যক্ষ ও পরােক্ষ সরকারি ও রাজনৈতিক প্রভাব বন্ধ করতে হবে। ১১। অন্যদিকে দুদক নেতৃত্ব পর্যায়ে অকুতােভয় সৎসাহস, দৃঢ়তা ও নিরপেক্ষতার মাধ্যমে এর ওপর অর্পিত আইনি ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন দষ্টান্তমূলক কার্যকরতা নিশ্চিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com