May 23, 2024, 5:20 pm

শিরোনাম :
দেড় সহস্রাধিক ধ্যাণীর উপস্থিতি তে কোয়ান্টামমের আরোগ্যশালায় পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস প্রধানমন্ত্রীকে নিয়ে গালিগালাজ; থানায় জিডি গুরুদাসপুরে জমিজমা সংক্রান্ত জেরে যুবককে কুপিয়ে হত্যা চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচন: যাঁরা নির্বাচিত হলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটি কর্তৃক পরিচিতি, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচন: ড. সজীবকে সমর্থন করে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন গিয়াস উদ্দিন সরকারি খাস খতিয়ানের জমি বিক্রির দায়ে অর্থদন্ড শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন রসায়নবিদ আলহাজ্ব ডক্টর মোঃ জাফর ইকবাল গোদাগাড়ীতে ধর্ষণের চেষ্টায় অভিযোগ ভাসুর নামে থানায় মামলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পকেট ফ্রী হজ ও ওমরা গাইড বিতরণ
জখমীদের বিরুদ্ধেই মামলা, পেকুয়ায় ন্যায় বিচার-সুষ্ঠু তদন্তের দাবীতে সংবাদ সম্মেলন

জখমীদের বিরুদ্ধেই মামলা, পেকুয়ায় ন্যায় বিচার-সুষ্ঠু তদন্তের দাবীতে সংবাদ সম্মেলন

পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় এবার জখমীদের বিরুদ্ধে মামলা নিল পুলিশ। ন্যায় বিচার ও সুষ্ঠু, নিরপেক্ষ তদন্তের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগীরা। পূর্ব শত্রæতার জের ধরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে মারাত্মক জখম করে। স্বামী-স্ত্রী দম্পতি ও পুত্রসহ ৩ জন আহত হয়। আহতদের মধ্যে ১ জনের অবস্থা সংকটাপন্ন। অপরদিকে সৃষ্ট ঘটনায় পেকুয়া থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে। পাল্টাপাল্টি মামলায় আসামী হয়েছে জখমী আমজাদ হোসেন (২৮) সহ ওই পক্ষের আরো কিছু নিকটাত্মীয়। নিরীহ ও নিরাপরাধ ব্যক্তিদের জড়ানো হয়েছে মামলায়। হামলাকারীরা উল্টো বাদী হয়ে জখমীদের বিরুদ্ধে থানায় মামলা করে। এ দিকে জখমীদের বিরুদ্ধে নিষ্ঠুর ঘটনা ও পরবর্তীতে মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভূক্তভোগীরা পেকুয়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন। শুক্রবার (১০ মে) বিকেলে পেকুয়া উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সে দিনের নিষ্ঠুর হামলার লোমহর্ষক বর্ণনা ও বক্তব্য দেন সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা চৈরভাঙ্গার ফকির মোহাম্মদের জখমী স্ত্রী আমেনা বেগম (৫০), ছেলে আমজাদ হোসেন (২৮)। আমেনা বেগম জানান, ৭ মে দুপুরের দিকে আমার স্বামী ফকির মোহাম্মদ জমিতে ধান কাটছিলেন। এ সময় একই এলাকার মৃত মোস্তাক আহমদের পুত্র কাইছার উদ্দিন, তার ছেলে মো: মামুন, মেহেদী হাসান রিমনসহ ৫/৬ জনের দুবৃর্ত্তরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আমার ছেলে আমজাদ ও আমি গিয়ে স্বামীকে উদ্ধার চেষ্টা করি। এ সময় হামলাকারীরা ধারালো কিরিচ দিয়ে আমরা ৩ জনকে মাথা ও হাতে কুপিয়ে মারাত্মক জখম করে। আমার স্বামী চমেক হাসপাতালে অজ্ঞান অবস্থায় মৃত্যুর সাথে লড়ছে। অথচ পুলিশ দুটি মামলা নিয়েছে। আমরা চিকিৎসায় ছিলাম। একই পরিবারের ৩ জন মারাত্মক জখমী। কিন্তু জখমী ছেলে আমজাদ, সাজ্জাদসহ আরো নিরাপরাধ ব্যক্তিদের জড়িয়ে ৭ জনের বিরুদ্ধে হামলাকারী কাইছার বাদী হয়ে মামলা করে। যার মামলা নং-০৭/২৪। পুলিশ আমাদের এজাহারটিও নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে। তবে প্রশ্ন হচ্ছে আমরা হামলার শিকার। হাসপাতালে মারাত্মক জখমী অবস্থায় চিকিৎসাধীন। সেখানে আমরা কিভাবে হামলা করেছি। আমাদের বিরুদ্ধে মামলাটি কাল্পনিক ও সাজানো। হামলাকারীদের বাঁচাতে পুলিশ পাল্টাপাল্টি মামলা নিয়েছে। আমরা নিষ্ঠুর হামলার শিকার। আবার মামলা দিয়েও হয়রানি করা হচ্ছে। একটি পরিবারের ৩ জনের অবস্থা খুবই ভয়ানক এবং মর্মান্তিক। আমার স্বামী মৃত্যুর সাথে লড়ছে। এখনো জ্ঞান ফিরেনি। মাথার আঘাত মারাত্মক। চিকিৎসকরা তার জীবন নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে দিয়েছে। এরপরও উল্টো আমাদের বিরুদ্ধে মামলা। আমরা এ ধরনের জঘন্য হয়রানি থেকে বাঁচতে চাই। এমনকি সৃষ্ট ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবী করছি। এ ঘটনার আসল ক্লু বের করতে প্রয়োজনে আমি বিচার বিভাগীয় তদন্ত দাবী করছি। মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ প্রশাসনের আশু দৃষ্টি আকর্ষণ করছি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com