December 23, 2024, 5:31 pm
নাসিম আহমেদ রিয়াদঃ
করোনা ভাইরাসে নাজেহাল পুরো বিশ্বকে। মৃত্যুর কোলে ঢলে পড়েছে অনেক বেশি মানুষ। সব দেশ যুদ্ধ করছে অদৃশ্য এই শত্রুর বিরুদ্ধে। বাংলাদেশেও কোভিড-১৯ ভয়াল থাবা বসিয়েছে। আর করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে সরকারি নির্দেশনায় সারা দেশে প্রায় সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম ও মজুরি কার্যক্রম বন্ধ আছে। এতে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন দিন এনে দিন খান এমন মানুষ। মানবতার চরম দুর্দিনে এসব মানুষের পাশে দাঁড়িয়েছে সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান মোঃ আল-আমিন সরকার।
করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে সহায়তা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নে ১৫০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি করে ডাল বিতরণ করে সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান মোঃ আল-আমিন সরকার।
ইউনিয়ন পরিষদের চত্বরে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহ আলম ও মুক্তা প্রমুখ।
জননেতা জনাব তানভীর ইমাম এমপি মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা প্রত্যেকদিনই অসহায় মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন পূর্ণিমাগাতী ইউনিয়নের চেয়ারম্যান আল-আমিম সরকার।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান মোঃ আল-আমিন সরকার বলেন, করোনাভাইরাস প্রতিরোধে পূর্নিমাগাঁতী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নিয়মিত বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে। অযথা কেউ বাইরে ঘোরাফেরা করলে তাকে ঘরে পাঠিয়ে দিয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করার চেষ্টা করছি। যদিও এখনো পর্যন্ত উল্লাপাড়া উপজেলার পূর্নিমাগাঁতী করোনা ভাইরাসে আক্রান্ত কাউকে পাওয়া যায়নি।
জানা গেছে, পূর্নিমাগাঁতী ইউনিয়নে প্রত্যাকটা ওয়ার্ডে হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করছে আল-আমিন চেয়ারম্যান।