March 29, 2024, 11:15 am

শিরোনাম :
২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের ধরে রাখতে হবে: সাহাদাত হোসেন রনি ৭ মার্চের ভাষণ সমগ্র বিশ্ববাসীর জন্য ঐতিহাসিক ভাষণ: সাহাদাত হোসেন রনি একুশের মূল চেতনা আমাদের তরুণ প্রজন্মকে ধারণ করতে হবে: সাহাদাত হোসেন রনি একুশ আমাদের চেতনা, একুশ আমাদের বিশ্বাস: সাহাদাত হোসেন রনি স্বাধীনতার পূর্ণতার দিন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন: সাহাদাত হোসেন রনি কক্সবাজার ১ আসনে নিশ্চিত পরাজয় জেনে শেষ মূহুর্তে জাফর আলমের ভোট বর্জনের ঘোষণা বাঙালি জাতির আস্থার নাম হলো ছাত্রলীগ: সাহাদাত হোসেন রনি সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি চৌদ্দগ্রামে বিএনএফের প্রার্থী জসিম উদ্দিনের ব্যাপক গণ সংযোগ
গ্রীন লাইফ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

গ্রীন লাইফ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়


গ্রীন লাইফ ফাউন্ডশনে উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
‘আমার রক্তে যদি বাঁচে অন্যের প্রাণ তবে কেন নয় স্বেচ্ছায় রক্তদান,
স্লোগান নিয়ে ময়মনসিংহের রেলস্টেশনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, রক্তদান-রক্তরোগ, থ্যালাসেমিয়া, অ্যান্টিবায়োটিক সচেতনতা এবং গর্ভবতী মায়েদের জন্য আগে থেকে রক্তদাতা প্রস্তুত রাখা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত ক্যাম্পেইনের অংশ হিসাবে ময়মনসিংহ রেলস্টেশনে আয়োজন করা হয় ক্যাম্পেইন। আয়োজনে উৎসবমুখর পরিবেশে দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া হয়। পাশাপাশি রক্তদানের উপকারিতা, নিয়মাবলি, রক্তের রোগ থ্যালাসেমিয়াসহ আরও বিভিন্ন রোগ সম্পর্কে সচেতন করা হয় শিক্ষার্থীদের।

অনুষ্ঠানের উদ্বোধন করেন
গ্রীন লাইফ ব্লাড ফাউন্ডেশন এর উপদেষ্ঠা সিদরাতুল মুনতাহা জেমি……
আরো উপস্থিত ছিলের
গ্রীন লাইফ ব্লাড ফাউন্ডেশন এর উপদেষ্ঠা, মাহাদী হাসান আপন
ফয়সাল আহ্হামেদ
আতিকুর রহমান রাহাত
ও গ্রীন লাইফ ব্লাড ফাউন্ডেশন এর
সভাপতি.সোহান আজমেরী
সি: সহ সভাপতি.অলক সরকার
সাধারন সম্পাদক নিশাত তলফদার নীবির,সাংগঠনিক সম্পাদক স্বনা তাবাসুম খান,সহ-সাংগঠনিক সম্পাদক কামরুন নাহার রেখা,
অর্থ সম্পাদক উজ্জল খান,
সহ অর্থ সম্পাদক সাদিয়া ওসেনাত,
দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ,
প্রচার সম্পাদক খায়রুক ইসলাম সাধীন, অইন সম্পাদক কাদির হাসান কাজল,সানজিদা কলি.নিলা.কনিকা
কৌসিক.সিমু.আরো অনেকে উপস্থিত ছিলেন।
উপদেষ্ঠা জানান, মানবিক চেতনা সমৃদ্ধ করতে এটি একটি অসাধারণ প্রয়াস। এভাবে প্রতিটি মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে পারলে সমগ্র ময়মনসিংহ অচিরেই হয়ে উঠবে মানবিক নগরী।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com