April 28, 2024, 2:24 pm

শিরোনাম :
তীব্র তাপদাহে অতিষ্ঠ জনগণের মাঝে হাবিব হাসান বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের ধরে রাখতে হবে: সাহাদাত হোসেন রনি ৭ মার্চের ভাষণ সমগ্র বিশ্ববাসীর জন্য ঐতিহাসিক ভাষণ: সাহাদাত হোসেন রনি একুশের মূল চেতনা আমাদের তরুণ প্রজন্মকে ধারণ করতে হবে: সাহাদাত হোসেন রনি একুশ আমাদের চেতনা, একুশ আমাদের বিশ্বাস: সাহাদাত হোসেন রনি স্বাধীনতার পূর্ণতার দিন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন: সাহাদাত হোসেন রনি কক্সবাজার ১ আসনে নিশ্চিত পরাজয় জেনে শেষ মূহুর্তে জাফর আলমের ভোট বর্জনের ঘোষণা
সিংড়ায় স্কুলের ছাত্রছাত্রী ও পথচারীদের রাস্তায় বেড়া দিলো প্রভাবশালীরা

সিংড়ায় স্কুলের ছাত্রছাত্রী ও পথচারীদের রাস্তায় বেড়া দিলো প্রভাবশালীরা

cof_soft

সিংড়া ( নাটোর) প্রতিনিধি :চৌগ্রাম ইউনিয়নের পাড়েরা গ্রামের শত শত মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে এলাকার প্রভাবশালী শামিম ও তার সঙ্গীরা।উপজেলার চৌগ্রাম ইউনিয়নের পারেরা গ্রামে  এ ঘটনা ঘটেছে। বেড়া দেয়াকে কেন্দ্র করে এলাকা চাপা ক্ষোভ বিরাজ করছে।জানা যায়, পাড়েরা গ্রামের জনসংখ্যা প্রায় দেড় হাজার।  এ গ্রামে রয়েছে একটি মসজিদ, একটি মাদ্রাসা, একটি প্রাথমিক বিদ্যালয়।প্রতিদিন অনেক মানুষ এ রাস্তা দিয়ে যাতায়াত করে কিন্তু ঐ গ্রামের শামিম ও তার লোকজন বুধবার রাস্তাটি বন্ধ করে দেয়।স্থানীয়রা জানায়, ঐ গ্রামের খাস পুকুর ও তাদের দখলে। শামিম এক সময় বিএনপি রাজনীতির সাথে যুক্ত ছিলো, বর্তমানে নব্য আওয়ামী লীগ হিসেবে এলাকায় দাপট দেখান, সাধারন মানুষ তাদের ভয়ে কিছু বলার সাহস পায় না। মেম্বার চেয়ারম্যানের বিরুদ্ধে ও কথা বলতে দ্বিধা করে না।শুক্রবার সরেজমিনে গেলে রাস্তা বন্ধের বিষয়ে বললে সে দাম্ভিকতার সাথে বলে আমার জায়গা আমি বেড়া দিতেই পারি।কেনো বেড়া দিলেন  এ প্রশ্নের জবাবে বলেন, এক বাচ্চা আমার আম গাছের ছাল তুলে দিছে, আমি এর বিচার চাই।এলাকার মুক্তিযোদ্ধা আব্দুল জলিল জানান, তার দাপটে আমরা অসহায়। কিছু বলতে পারিনা, বললে অপমান করে। এলাকার রাস্তা বন্ধ করে দেয়ায় শত শত মানুষের চলাচলের সমস্যা সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন, তার দুটি আম গাছে বাচ্চারা ছাল বাকল তুলেছে এমন রাগে সে বেড়া দিয়েছে।এ বিষয়ে চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা জানান, বিষয়টি আমি শুনেছি। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া দরকার।কারন রাস্তা জনগনের,  জনগনের সমস্যা সৃষ্টি করা ঠিক নয়। 

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com