March 28, 2024, 9:09 am

শিরোনাম :
২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের ধরে রাখতে হবে: সাহাদাত হোসেন রনি ৭ মার্চের ভাষণ সমগ্র বিশ্ববাসীর জন্য ঐতিহাসিক ভাষণ: সাহাদাত হোসেন রনি একুশের মূল চেতনা আমাদের তরুণ প্রজন্মকে ধারণ করতে হবে: সাহাদাত হোসেন রনি একুশ আমাদের চেতনা, একুশ আমাদের বিশ্বাস: সাহাদাত হোসেন রনি স্বাধীনতার পূর্ণতার দিন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন: সাহাদাত হোসেন রনি কক্সবাজার ১ আসনে নিশ্চিত পরাজয় জেনে শেষ মূহুর্তে জাফর আলমের ভোট বর্জনের ঘোষণা বাঙালি জাতির আস্থার নাম হলো ছাত্রলীগ: সাহাদাত হোসেন রনি সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি চৌদ্দগ্রামে বিএনএফের প্রার্থী জসিম উদ্দিনের ব্যাপক গণ সংযোগ
সিলেটে মুজিববর্ষের ক্ষণগণনা মঞ্চের উদ্বোধন

সিলেটে মুজিববর্ষের ক্ষণগণনা মঞ্চের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণ গণনায় সিলেটের দু’টি স্থানে কাউন্টডাউন মঞ্চ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সিলেট নগরীর হুমায়ূন রশীদ চত্বর ও টিলাগড় পয়েন্টে বিকেল সোয়া ৫টার দিকে এ মঞ্চ দু’টির উদ্বোধন করা হয়। নগরীর টিলাগড় পয়েন্টে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে কাউন্টডাউন (ক্ষণগণনা) মঞ্চের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান বিপিএম, পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেটে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম,
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, অতিরিক্ত কমিশনার শফিক, অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, সিলেটে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. আসলাম উদ্দিন, স্থানীয় সিলেটের উপ পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাসির উল্লা খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা, সিলেট জেলা প্রশাসনের এডিএম মো. আবুল কালাম, সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন, সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণের ডিসি সোহেল রেজা, সিলেট রেঞ্জের এসপি নুরুল হক।

এছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, জেলা প্রশাসনের এনডিসি মো. এরশাদ মিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সানজিদা চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাহিনা আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুনন্দা রায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মেজবাহ উদ্দিন, জেলা সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, আওয়ামী লীগ নেতা এডভোকেট রণজিৎ সরকার, এডভোকেট মাহফুজুর রহমান, ফজলে ওয়াহিদ, শাহপরান থানার এসি ময়নূল আফসার, ওসি আব্দুল কাইয়ূম চৌধুরী প্রমুখ।

এদিকে সিলেট নগরীর হুমায়ূন রশীদ চত্বরেও কাউন্টডাউন মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠান হয়। সেখানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, কাউন্সিলর তৌফিক বক্স লিপন, জিল্লুুর রহমান উজ্জ্বল উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com