April 19, 2024, 11:56 pm

শিরোনাম :
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের ধরে রাখতে হবে: সাহাদাত হোসেন রনি ৭ মার্চের ভাষণ সমগ্র বিশ্ববাসীর জন্য ঐতিহাসিক ভাষণ: সাহাদাত হোসেন রনি একুশের মূল চেতনা আমাদের তরুণ প্রজন্মকে ধারণ করতে হবে: সাহাদাত হোসেন রনি একুশ আমাদের চেতনা, একুশ আমাদের বিশ্বাস: সাহাদাত হোসেন রনি স্বাধীনতার পূর্ণতার দিন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন: সাহাদাত হোসেন রনি কক্সবাজার ১ আসনে নিশ্চিত পরাজয় জেনে শেষ মূহুর্তে জাফর আলমের ভোট বর্জনের ঘোষণা বাঙালি জাতির আস্থার নাম হলো ছাত্রলীগ: সাহাদাত হোসেন রনি
নরেন্দ্র মোদি-অমিত শাহ নিজেরাই ‘অনুপ্রবেশকারী’: অধীর চৌধুরী

নরেন্দ্র মোদি-অমিত শাহ নিজেরাই ‘অনুপ্রবেশকারী’: অধীর চৌধুরী

ডিএন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘অনুপ্রবেশকারী’ বলে অভিহিত করলেন কংগ্রেসের সিনিয়র নেতা ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী। গতকাল রোববার নয়াদিল্লিতে এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ সংক্রান্ত মন্তব্য করেন।

কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বাধীন সরকার এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে যে তৎপরতা চালাচ্ছে সে সম্পর্কে অধীর বাবু বলেন, ‘আমি তো এটা বলতে পারি যে, নরেন্দ্র মোদিজী, অমিত শাহজী আপনারা খোদ অনুপ্রবেশকারী। কারণ, আপনাদের বাড়ি গুজরাটে কিন্তু দিল্লিতে চলে এসেছেন। আপনারা তো স্বয়ং অভিবাসী। বৈধ কি অবৈধ তা তো পরে জানা যাবে।’

অধীর চৌধুরী বলেন, ‘গোটা দেশে জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে এমন পরিবেশের সৃষ্টি হয়েছে যে, আমাদের দেশের প্রকৃত নাগরিক তারাও ভাবছেন আমাদের কী হবে! মানুষজন সমস্ত নথিপত্র নিয়ে বসে নেই। কারণ, তারা জানেন এটা আমাদের দেশ। আমরা ভোট দিই। এতসমস্ত নথিপত্র জোগাড় করার কী প্রয়োজন আছে? বিশেষ করে যারা গরীব  মানুষ, উপজাতি, পিছিয়েপড়া শ্রেণি, যারা লেখাপড়া জানেন না, নিরক্ষর তাদের কাছে কী কখনও নথিপত্র থাকে? সকালে ঘুম থেকে উঠে একটাই চিন্তা তাঁদের যে রাতের খাবার বা আগামীকালের খাবার তারা কীভাবে জোগাড় করবেন! তাঁদের কাছে নাগরিকত্বের বিভিন্ন নথিপত্র খোঁজার সময় নেই। এসব লোকেরাই আজ ভীত হয়েছে।’

এনআরসি-র মাধ্যমে দেশে ধর্মীয় বিভাজন ছড়ানোর দায়ে বিজেপিকে অভিযুক্ত করে

অধীর চৌধুরী বলেন, ‘ওঁরা দেখাতে চায় যে মুসলিমদের তাড়ানো হবে। কিন্তু মুসলিমদের বিতাড়িত করার হিম্মৎ ওদের নেই। মুসলিমরা যদি আমাদের দেশের নাগরিক হয় তারা কেন বিতাড়িত হবে? কারণ, ভারত সকলের জন্য। হিন্দু-মুসলিমসহ সকলের জন্য। গঙ্গা-যমুনা সংস্কৃতির ভারত। ভারত গড়ায় সকলের সহযোগিতায় রয়েছে। কিন্তু ওঁরা দেখাতে চায় হিন্দুদের থাকতে দেবে কিন্তু মুসলিমদের বিতাড়িত করবে। ভারত কী কারও জায়গীর নাকি? এখানে বসবাসকারী সকলেরই সমান অধিকার।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি বলেছেন, গোটা দেশেই জাতীয় নাগরিকপঞ্জি কার্যকর করা হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com