March 29, 2024, 3:45 pm

শিরোনাম :
২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের ধরে রাখতে হবে: সাহাদাত হোসেন রনি ৭ মার্চের ভাষণ সমগ্র বিশ্ববাসীর জন্য ঐতিহাসিক ভাষণ: সাহাদাত হোসেন রনি একুশের মূল চেতনা আমাদের তরুণ প্রজন্মকে ধারণ করতে হবে: সাহাদাত হোসেন রনি একুশ আমাদের চেতনা, একুশ আমাদের বিশ্বাস: সাহাদাত হোসেন রনি স্বাধীনতার পূর্ণতার দিন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন: সাহাদাত হোসেন রনি কক্সবাজার ১ আসনে নিশ্চিত পরাজয় জেনে শেষ মূহুর্তে জাফর আলমের ভোট বর্জনের ঘোষণা বাঙালি জাতির আস্থার নাম হলো ছাত্রলীগ: সাহাদাত হোসেন রনি সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি চৌদ্দগ্রামে বিএনএফের প্রার্থী জসিম উদ্দিনের ব্যাপক গণ সংযোগ
মিথ্যা গুজব ছড়িয়ে আহমদীয়া মসজিদে আক্রমণ

মিথ্যা গুজব ছড়িয়ে আহমদীয়া মসজিদে আক্রমণ

গত ১৪ জানুয়ারী ২০২০ মাগরিবের নামাযের পর একদল উগ্র-ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তি ব্রাহ্মণবাড়িয়া শহরস্থ কান্দিপাড়ায় অবস্থিত আহমদীয়া মুসলিম জামা’তের মসজিদ “মসজিদ বায়তুল ওয়াহেদ”-এ হামলা চালায়। ‘কাদিয়ানিরা মাদ্রাসার ছাত্রদের পিটিয়েছে’ এমন মিথ্যা গুজব ছড়িয়ে আক্রমণকারীরালোকজনকে উত্তেজিত করে এবং আক্রমণ চালায়।  তাদের ইটপাটকেলের আঘাতে তিনতলা মসজিদের কাঁচের জানালাগুলো ভেঙ্গে চুরমার হয়ে যায় এবং লোহার গেট ভেঙ্গে মসজিদ প্রাঙ্গনে ঢোকার চেষ্টা করে। তারা পার্শবর্তী বাড়িতে রাখা আহমদীয়া মুসলিম জামা’তের মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৬-১৮৭৭) ভাঙচুর করে। আক্রমণকারীরা আশেপাশে আহমদীদের বাড়িঘরেও হামলা চালায়।


আক্রমণের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত রয়েছে এবং ওরা আবারো মিথ্যা গুজব ছড়িয়ে সংঘবদ্ধ আক্রমণের পরিকল্পনা করছে বলে আমরা জানতে পেরেছি। এরা বিভিন্ন সোশাল মিডিয়ায়এখনো গুজব ছড়াচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, উগ্র-ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তি ইতিপূর্বে গুজব ছড়িয়ে খুলনায় আহমদীয়া মসজিদে, রামুর বৌদ্ধ মন্দিরে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরপুরে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর এবং কিছুদিন আগে ভোলার বোরহানুদ্দিনে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করে। এখানে এ-ও উল্লেখ্য যে, ১৯৮৭ সালে এভাবে মিথ্যা গুজব ছড়িয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের পুরনো আহমদীয়া মসজিদটি সাম্প্রদায়িক শক্তি বলপূর্বক দখল করে নেয় এবং এখন পর্যন্ত তারা সেটি অবৈধভাবে দখল করে রেখেছে। আজকের এই আক্রমণসেখান থেকেই পরিচালনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com