April 26, 2024, 4:27 am

শিরোনাম :
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের ধরে রাখতে হবে: সাহাদাত হোসেন রনি ৭ মার্চের ভাষণ সমগ্র বিশ্ববাসীর জন্য ঐতিহাসিক ভাষণ: সাহাদাত হোসেন রনি একুশের মূল চেতনা আমাদের তরুণ প্রজন্মকে ধারণ করতে হবে: সাহাদাত হোসেন রনি একুশ আমাদের চেতনা, একুশ আমাদের বিশ্বাস: সাহাদাত হোসেন রনি স্বাধীনতার পূর্ণতার দিন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন: সাহাদাত হোসেন রনি কক্সবাজার ১ আসনে নিশ্চিত পরাজয় জেনে শেষ মূহুর্তে জাফর আলমের ভোট বর্জনের ঘোষণা বাঙালি জাতির আস্থার নাম হলো ছাত্রলীগ: সাহাদাত হোসেন রনি
বাবরি মসজিদ রায়ের পর যে টুইট করে সমালোচিত শেহবাগ

বাবরি মসজিদ রায়ের পর যে টুইট করে সমালোচিত শেহবাগ

ডিএন২৪ ডেস্কঃ বাংলাদেশকে নিয়ে ক্রিকেট বিশ্বে যে কজন কটাক্ষ করেন, তন্মধ্যে অন্যতম হলেন বীরেন্দ্র শেবাগ। এবারো ব্যতিক্রম নন ভারতীয় সাবেক ওপেনার। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে টাইগারদের নিয়ে মশকরা করেছেন তিনি।

পরে বাংলাদেশের দিল্লি জয়ে ট্রোলের শিকার হন এই সাবেক ভারতীয় ওপেনার। সোশ্যাল মিডিয়ায় তাকে ধুয়ে দেন বাংলাদেশি সমর্থকরা। তবে এবার টুইটার শেহবাগকে এক হাত নিলেন তারই দেশের মানুষেরা। ২২ গজের বিষয়ে নয়, অযোধ্যায় ভেঙে ফেলা বাবরি মসজিদ মামলা নিয়ে শেহবাগের এক টুইটে এমন প্রতিক্রিয়া জানালো দেশটির নেটিজেনরা।

আজ শনিবার ভারতের আদালতে গড়াল বহুল প্রতীক্ষিত বাবরি মসজিদের রায়। উত্তর প্রদেশের অযোধ্যার বিরোধীপূর্ণ বাবরি মসজিদের জমি মন্দির নির্মাণে হিন্দুদের দিতে নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। রামের জন্মভূমি ট্রাস্ট এখন জমিটির অধিকারী হবে।

আর নতুন একটি মসজিদ নির্মাণে মুসলমান সম্প্রদায়কে শহরেই আলাদা একখণ্ড পাঁচ একরের জমি বরাদ্দ দিতে নির্দেশ দেয়া হয়েছে। আর এ রায়ের পরপরই নিজের টুইটার হ্যান্ডেলে সনাতন ধর্মীয় অবতার রামের একটি প্রতিকৃতির ছবি পোস্ট করেন শেহবাগ।

ক্যাপশনে লেখেন, শ্রী রাম, জয় শ্রী রাম, জয় জয় রাম। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টি সম্মানীয় হলেও বাবরি মসজিদের রায়ের পর এমন শেহবাগের এমন পোস্টকে ভালোভাবে নেয়নি নেটিজেনরা। অনেকেই এতে চটেছেন। ওই টুইটের রিটুইটে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন।

স্বপ্না নামে এক ভারতীয় লিখেছেন, আপনার মতো সেলিব্রেটির কাছ থেকে এমন পোস্ট আশা করিনি। গণেশ নামের আরেক ভারতীয় লিখেছেন, শেহবাগ! আপনার ওপর পূর্ণ ভালোবাসা আর সম্মান রেখেই বলছি, পরিপক্ক হোন।

বিষয়টির ব্যাখ্যা দিয়ে রুই নামক আইডি রিটুইট করেছেন, অন্যের ধর্ম হেরে গেছে এমন অনুভূতিমূলক টুইট করা আপনার মতো তারকাদের মানায় না। বাবরি মসজিদের আজ এ রায়ে কোনো ধর্মের জয় হয়েছে তা প্রকাশ না করাই উচিত। আমরা শুধু শান্তি চাই।

আরিশ জাহিদ ইকবাল লিখেছেন, আমি একজন ভারতীয় মুসলমান। বাবরি মসজিদের রায় শোনার পর সব ভারতীয় মুসলিম-হিন্দুদের শান্তি বজায় রাখতে অনুরোধ করছি। কোনোরূপ পক্ষপাতিত্ব না নেয়াই বাঞ্ছনীয়। হিংসা-বিদ্বেষ দিয়ে কিছুই লাভ হবে না।

উল্লেখ্য, আজ শনিবার ভারতের আদালতে গড়ালো বহুল প্রতীক্ষিত বাবরি মসজিদের রায়। উত্তর প্রদেশের অযোধ্যার বিরোধীপূর্ণ বাবরি মসজিদের জমি মন্দির নির্মাণে হিন্দুদের দিতে নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। রামের জন্মভূমি ট্রাস্ট এখন জমিটির অধিকারী হবে।

আর নতুন একটি মসজিদ নির্মাণে মুসলমান সম্প্রদায়কে শহরেই আলাদা একখণ্ড পাঁচ একরের জমি বরাদ্দ দিতে নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার ভারতের প্রধান বিচারক রঞ্জন গগৈর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানক বেঞ্চ সর্বসম্মতিতে এ রায় দিয়েছেন। এ রায়ের পরপরই এমন টুইট করে রামের জয় প্রকাশ করে সমালোচিত হলেন বীরেন্দ্র শেহবাগ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com