March 29, 2024, 1:11 pm

শিরোনাম :
২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের ধরে রাখতে হবে: সাহাদাত হোসেন রনি ৭ মার্চের ভাষণ সমগ্র বিশ্ববাসীর জন্য ঐতিহাসিক ভাষণ: সাহাদাত হোসেন রনি একুশের মূল চেতনা আমাদের তরুণ প্রজন্মকে ধারণ করতে হবে: সাহাদাত হোসেন রনি একুশ আমাদের চেতনা, একুশ আমাদের বিশ্বাস: সাহাদাত হোসেন রনি স্বাধীনতার পূর্ণতার দিন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন: সাহাদাত হোসেন রনি কক্সবাজার ১ আসনে নিশ্চিত পরাজয় জেনে শেষ মূহুর্তে জাফর আলমের ভোট বর্জনের ঘোষণা বাঙালি জাতির আস্থার নাম হলো ছাত্রলীগ: সাহাদাত হোসেন রনি সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি চৌদ্দগ্রামে বিএনএফের প্রার্থী জসিম উদ্দিনের ব্যাপক গণ সংযোগ
কক্সবাজারের চকরিয়া উপজেলা কে গৃহহীন ও ভুমিহীন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের চকরিয়া উপজেলা কে গৃহহীন ও ভুমিহীন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী

মনসুর মহসিন, চকরিয়া, কক্সবাজার।

কক্সবাজার জেলার মধ্যে একমাত্র চকরিয়া উপজেলা কে আগামীকাল গৃহহীন ও ভুমিহীন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার দুপুরে উপজেলা হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ইউএনও জেপি দেওয়ান জানান, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান (৪র্থ পর্যায়) কার্যক্রমের শুভ উদ্বোধন ও চকরিয়াকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী।
জেপি দেওয়ান বলেন, চকরিয়া উপজেলায় মোট ৮৭৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পূর্নবাসনের কাজ প্রক্রিয়াধীন। ইতোমধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে মোট ৬৮২ টি পরিবারকে পুর্নবাসন করা হয়েছে। ৪র্থ পর্যায়ে অবশিষ্ট ১৯২ টি পরিবারকে পুর্নবাসনের কাজ প্রক্রিয়াধীন। আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরসমূহ উদ্বোধন করবেন এবং চকরিয়াকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করবেন।

তিনি আরও বলেন, ইতোমধ্যে ৬৮২টি উপকারভোগীদেরকে বিদ্যুৎ সংযোগ ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। তিনটি সমবায় সমিতি গঠন করা হয়েছে। ১২৯ টি পরিবারকে পুষ্টি বাগান প্রদর্শনীর আওতায় আনা হয়েছে। এছাড়া ২০২২-২৩ অর্থবছরে মোট ৪৫ জনকে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন ভাতার আওতায় আনা হয়েছে। তাছাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তাসহ সকল দপ্তরের প্রশিক্ষণ ও সেবাসমূহ নিশ্চিত করা হয়েছে। উক্ত প্রকল্প স্থানসমূহের অভ্যন্তরীন রাস্তা ও সংযোগ রাস্তাসমূহ ডিপিপিতে অন্তর্ভূক্ত করার জন্য প্রাক্কলন প্রণয়নপূর্বক স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশন (ভূমি) রাহাত উজ-জামান ও উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ##

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com