April 19, 2024, 12:29 am

শিরোনাম :
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের ধরে রাখতে হবে: সাহাদাত হোসেন রনি ৭ মার্চের ভাষণ সমগ্র বিশ্ববাসীর জন্য ঐতিহাসিক ভাষণ: সাহাদাত হোসেন রনি একুশের মূল চেতনা আমাদের তরুণ প্রজন্মকে ধারণ করতে হবে: সাহাদাত হোসেন রনি একুশ আমাদের চেতনা, একুশ আমাদের বিশ্বাস: সাহাদাত হোসেন রনি স্বাধীনতার পূর্ণতার দিন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন: সাহাদাত হোসেন রনি কক্সবাজার ১ আসনে নিশ্চিত পরাজয় জেনে শেষ মূহুর্তে জাফর আলমের ভোট বর্জনের ঘোষণা বাঙালি জাতির আস্থার নাম হলো ছাত্রলীগ: সাহাদাত হোসেন রনি
দিগরপানখালীর শাহ জব্বারিয়া এতিমখানা বৈধ ঘোষণা করায় শুকরিয়া সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিগরপানখালীর শাহ জব্বারিয়া এতিমখানা বৈধ ঘোষণা করায় শুকরিয়া সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চকরিয়া প্রতিনিধি :
চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডে পশ্চিম দিগরপানখালী গ্রামে গণি সিকদার পাড়া শাহ জব্বারিয়া এতিমখানা (নিবন্ধন নং কক্স- ২৯৪/০৫) বৈধ ঘোষণা করায় এতিমখানা প্রাঙ্গনে এক শুকরিয়া সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বাদে এশা এতিমখানার জমিদাতা, উপদেষ্টা ছৈয়দ আহমদ ও মুরব্বী মনজুর আলমের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুকরিয়া সভা শুরু হয়। এতে বক্তব্য রাখেন এতিমখানা কমিটির সভাপতি মাওলানা মো:নূরুল আবছার ছিদ্দিকী, সম্পাদক বশির আহমদ, সহ- সম্পাদক মাও: বশির আহমদ নোমানী,রীটকারী মো: জকরিয়া ও প্রধান শিক্ষক হাফেজ মাওঃ শহিদুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রীটকারী মো: জকরিয়া গং মামলা নং ১১২৫১/২১ইং বিগত ১৫নভেম্বর /২০২৩ ইং তারিখে মহামান্য হাইকোর্টে উভয় পক্ষের আইনজীবীর শুনানি শেষে বিজ্ঞ বিচারপতি বিরোধীয় শিক্ষা প্রতিষ্ঠান – রহমানিয়া বালক-বালিকা এতিমখানা,পুকপুকুরিয়া এর কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা জারী করেন। ওই রায় এবং উভয় পক্ষকে পূর্বে প্রেরিত পত্রের প্রেক্ষিতে সমাজসেবা অধিদপ্তর, ঢাকা -অফিসে গত ২২ ফেব্রুয়ারি-২০২৩ইং তারিখে উভয়পক্ষের উপস্থিতিতে কাগজ পত্র পর্যালোচনা করে শুনানির আলোকে – রহমানিয়া বালক-বালিকা এতিমখানা, পুকপুকুরিয়াকে অবৈধ ঘোষণা করেন এবং শাহ জব্বারিয়া এতিমখানা,দিগরপানখালীকে বৈধ ঘোষণা করেন।
উল্লেখ্য যে, আগামী ৫মার্চ/২৩ইং তারিখে শাহ জব্বারিয়া এতিমখানার বার্ষিক সভা ও ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ আলোচনা পেশ করবেন। তাই সভা পরিচালনা কমিটির পক্ষ থেকে এতিমখানার বার্ষিক সভাকে সফল করতে সকলের সার্বিক সহযোগিতা, দোয়া, দয়া ও উপস্থিতি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com