April 18, 2024, 12:57 am

শিরোনাম :
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের ধরে রাখতে হবে: সাহাদাত হোসেন রনি ৭ মার্চের ভাষণ সমগ্র বিশ্ববাসীর জন্য ঐতিহাসিক ভাষণ: সাহাদাত হোসেন রনি একুশের মূল চেতনা আমাদের তরুণ প্রজন্মকে ধারণ করতে হবে: সাহাদাত হোসেন রনি একুশ আমাদের চেতনা, একুশ আমাদের বিশ্বাস: সাহাদাত হোসেন রনি স্বাধীনতার পূর্ণতার দিন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন: সাহাদাত হোসেন রনি কক্সবাজার ১ আসনে নিশ্চিত পরাজয় জেনে শেষ মূহুর্তে জাফর আলমের ভোট বর্জনের ঘোষণা বাঙালি জাতির আস্থার নাম হলো ছাত্রলীগ: সাহাদাত হোসেন রনি
১৬০ জন এতিম বাচ্চাদের মুখে হাসি ফোটালেন “voice of women”

১৬০ জন এতিম বাচ্চাদের মুখে হাসি ফোটালেন “voice of women”

নিজস্ব প্রতিনিধি

২০১৭ সালে ইসরাত ইভা (গৃহিনী) ক্রিয়েট করে “voice of women” নামক এই ফেইসবুক গ্রুপ
বর্তমান এই গ্রুপে প্রায় দশ হাজার নারী মেম্বার রয়েছে।

প্রতি বছরে অসহায় গর্ভবতী নারীদের সহায়তা, প্রতিবন্ধী শিশুদের অনুদান, এতিম শিশুদের বস্ত্র ও উন্নত মানের খাদ্য সরবরাহসহ নানা সামাজিক ও মানবিক কার্যক্রম করে আসছে করোনাকালীন অসহায়দের পাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এই গ্রুপটি।

তারই ধারাবাহিকতায় গতকাল ঢাকার কল্যানপুরের “জামিয়া দ্বিনীয়া ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানা” প্রতিষ্ঠান এ ১৬০ জন এতিম শিশুদের উন্নত মানের খাবার ও ঈদ বস্ত্র বিতরণ করেন “voice of women” নামক এই ফেইসবুক গ্রুপ।
এ সময় গ্রুপের উদ্যোক্তা ইসরাত ইভা বলেন সম্মিলিত নারী প্রচেষ্টার এই ফেসবুক গ্রুপ টিকে সাংগঠনিক রুপ দান করতে পারলেই আরও ভালো ভালো কাজ করা সম্ভব হবে ইনশাআল্লাহ।

এডমিন মডারেটর রহিমা আক্তার বলেন আমরা যেই মহৎ লক্ষ্যে নিয়ে কাজ করে যাচ্ছি,, গ্রুপের সকলের সতস্ফুর্ত সহযোগিতা পেলেই আমরা আরো অধিক সাফল্য অর্জন করবো , আমাদের এডমিন মডারেটর প্যানেলে দেশে বিদেশে আরো যারা নিরলস কাজ করছেন তারা হলেন আমেরিকা প্রবাসী কর্মজীবী নারী মৌ, নিগার সুলতানা ( আইনজীবী) , মৌসুমি( গৃহিণী) রোজী আহসান (শিক্ষিকা), রুখছানা রিপা ( গৃহিণী)।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com