December 24, 2024, 10:35 am
রিয়াজ উদ্দিন, পেকুয়া
কক্সবাজার পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোতাছেম বিল্যাহ’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকাল চার টায় উপজেলা পরিষদ হল রুমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি শিলখালী ইউপির চেয়ারম্যান নুরুল হোছাইনের সভাপতিত্বে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন বিদায়ী সংবর্ধিত অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোতাছেম বিল্যাহ। পেকুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো.হানিফ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক, পেকুয়া থানা অফিসার ইনচার্জ মো. সাইফুর রহমান মজুমদার, ওসি (তদন্ত) কানন সরকার, উজানটিয়া ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছালামত উল্লাহ, টইটং ইউপি সচিব আব্দুল আলিম, সাংবাদিক জালাল উদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পেকুয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান এম বাহাদুর শাহ, বারবাকিয়া ইউপির চেয়ারম্যান এইচ এম বদিউল আলম, মগনামা ইউপির চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম, রাজাখালী ইউপির চেয়ারম্যান মো. ছৈয়দ নুর, ইউনিয়ন পরিষদ সচিবগণ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীসহ সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।