March 19, 2024, 11:19 am

শিরোনাম :
বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের ধরে রাখতে হবে: সাহাদাত হোসেন রনি ৭ মার্চের ভাষণ সমগ্র বিশ্ববাসীর জন্য ঐতিহাসিক ভাষণ: সাহাদাত হোসেন রনি একুশের মূল চেতনা আমাদের তরুণ প্রজন্মকে ধারণ করতে হবে: সাহাদাত হোসেন রনি একুশ আমাদের চেতনা, একুশ আমাদের বিশ্বাস: সাহাদাত হোসেন রনি স্বাধীনতার পূর্ণতার দিন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন: সাহাদাত হোসেন রনি কক্সবাজার ১ আসনে নিশ্চিত পরাজয় জেনে শেষ মূহুর্তে জাফর আলমের ভোট বর্জনের ঘোষণা বাঙালি জাতির আস্থার নাম হলো ছাত্রলীগ: সাহাদাত হোসেন রনি সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি চৌদ্দগ্রামে বিএনএফের প্রার্থী জসিম উদ্দিনের ব্যাপক গণ সংযোগ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সাইদুর রহমান
পেকুয়ায় গৃহবধূকে কুপিয়ে জখম

পেকুয়ায় গৃহবধূকে কুপিয়ে জখম

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় তানজিনা বেগম (৩২) নামের এক গৃহবধূকে কুপিয়ে জখম করা হয়েছে। তিনি টইটং ইউনিয়নের ভেলুয়ারপাড়া গ্রামের নেজাম উদ্দিনের স্ত্রী। ২৬ জুলাই (সোমবার) সন্ধ্যা ৭ টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, স্বামী নেজাম উদ্দিন বাড়িতে না থাকা অবস্থায় নেজাম উদ্দিনের স্ত্রী তানজিনা বেগমের সাথে একই এলাকার আশরাফ মিয়ার পুত্র সাহাব উদ্দিন, তার ভাই ছোটন গংদের বসতভিটার জায়গা বিক্রি নিয়ে বাকবিতন্ডা হয়। এ সময় সাহাব উদ্দিন, ছোটন গং লাঠি ও দা নিয়ে ওই গৃহবধূকে কুপিয়ে মাথায় জখম করে। গৃহবধূর আত্মীয় স্বজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গৃহবধূর স্বামী নেজাম উদ্দিন জানান, আমার ক্রয়কৃত জমি অন্যদের বিক্রি করেছি বিধায় আমার ভাইরা তা সহ্য করতে পারছে না। তখন থেকে তারা আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিয়ে আসছিল। আমি বাড়িতে না থাকা অবস্থায় তারা আমার স্ত্রীকে কুপিয়ে জখম করে। স্থানীয় মোস্তফা বেগম, রুবি আক্তার, নজরুল জানান, ঘটনাটি খুবই অমানবিক। এ ভাবে কুপিয়ে জখম করা অন্যায় কাজ। আমরা প্রশাসনের নিকট সুষ্টু বিচার দাবী করছি। পেকুয়া থানার ওসি সাইফুর রহমান জানান, লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com