April 16, 2024, 8:21 pm

শিরোনাম :
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের ধরে রাখতে হবে: সাহাদাত হোসেন রনি ৭ মার্চের ভাষণ সমগ্র বিশ্ববাসীর জন্য ঐতিহাসিক ভাষণ: সাহাদাত হোসেন রনি একুশের মূল চেতনা আমাদের তরুণ প্রজন্মকে ধারণ করতে হবে: সাহাদাত হোসেন রনি একুশ আমাদের চেতনা, একুশ আমাদের বিশ্বাস: সাহাদাত হোসেন রনি স্বাধীনতার পূর্ণতার দিন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন: সাহাদাত হোসেন রনি কক্সবাজার ১ আসনে নিশ্চিত পরাজয় জেনে শেষ মূহুর্তে জাফর আলমের ভোট বর্জনের ঘোষণা বাঙালি জাতির আস্থার নাম হলো ছাত্রলীগ: সাহাদাত হোসেন রনি
পোর্ট কানেকটিং রোডে ম্যানহোল গুলো যানবাহন এর জন্য “মরন কুপ”

পোর্ট কানেকটিং রোডে ম্যানহোল গুলো যানবাহন এর জন্য “মরন কুপ”

সোহাগ আরেফিন

বন্দরনগরী চট্টগ্রামের বড়পোল মোড়ে রাস্তার উপর উঁচু করে থাকা ম্যানহোলের কারনে পণ্যবোঝাই ট্রাক উল্টে পরে গিয়ে তীব্র যানজট এর সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকাল ৪ টায় এ ঘটনা ঘটে,

তাত্ক্ষণিক ডিউটিরত সার্জেন্ট আকরাম নেতৃত্বে ট্রাফিক পশ্চিম বিভাগ এর একটি উদ্ধারকারী টিম ঘটনাস্থলে পৌছে
এবং আলোমগীর (রেকার ড্রাইভার)এর সহোযোগিতায় দ্রুত এ ট্রাক সরিয়ে নিয়ে যানবাহন চলাচলের উপযুক্ত করা হয়।
ডিউটি রত সার্জেন্ট আকরাম এর সাথে কথা বললে তিনি বলেন ৪ টার দিকে একটি পন্য বোঝাই ট্রাক মোড় অতিক্রম করবার সময় রাস্তার মাঝেই ম্যানহোল উচু হয়ে থাকায় পন্য বোঝাই ট্রাকটি উল্টে পরে পাশে একটি কার্ভাড ভ্যান আঘাত হানে কার্ভাড ভ্যানটি ও আঘাত প্রাপ্ত হয়
ড্রাইভার ও হেলপার পলাতক।
ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা জানান
পোর্ট কানেকটিং রোড এর এই ম্যানহোল গুলো যানবাহন এর জন্য “মরন কুপ” হয়ে দাড়িয়েছে, ঘটনাস্থলে এক ট্রাক ড্রাইভার এই ম্যানহোল গুলোর কারনে আমাদের ও ভয়ে চলাচল করতে হয়।
খোরশেদ আলম নামে আরেক পথযাত্রী বলেন, আমাদের এমনিতেই এই সড়ক দিয়ে যাতায়তের অনেক দূর্ভোগ পোহাতে হচ্ছে এবং আমাদের এই দুর্ভোগের আরেকটা মাত্রা যোগ হলো ম্যানহোল,
এই ম্যানহোল গুলো সড়ক থেকে উঁচু করে দেওয়ার কারণে অনেক সময় দেখা যায় রাস্তায় ট্রাকসহ বিভিন্ন গাড়ি চলাচল করার সময় কাত হয়ে পড়ার সম্ভাবনা বেশি, তাই এই রকম দুর্ঘটনা যেন আর না হয় অতি দ্রুত এই রাস্তাটা সংস্কার করে দেওয়ার জন্য নতুন মেয়র এবং প্রশাসনকে আকুল আবেদন জানান এই দুর্ভোগ থেকে যেন আমাদের পরিত্রাণ দেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com