March 29, 2024, 7:32 am

শিরোনাম :
২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের ধরে রাখতে হবে: সাহাদাত হোসেন রনি ৭ মার্চের ভাষণ সমগ্র বিশ্ববাসীর জন্য ঐতিহাসিক ভাষণ: সাহাদাত হোসেন রনি একুশের মূল চেতনা আমাদের তরুণ প্রজন্মকে ধারণ করতে হবে: সাহাদাত হোসেন রনি একুশ আমাদের চেতনা, একুশ আমাদের বিশ্বাস: সাহাদাত হোসেন রনি স্বাধীনতার পূর্ণতার দিন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন: সাহাদাত হোসেন রনি কক্সবাজার ১ আসনে নিশ্চিত পরাজয় জেনে শেষ মূহুর্তে জাফর আলমের ভোট বর্জনের ঘোষণা বাঙালি জাতির আস্থার নাম হলো ছাত্রলীগ: সাহাদাত হোসেন রনি সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি চৌদ্দগ্রামে বিএনএফের প্রার্থী জসিম উদ্দিনের ব্যাপক গণ সংযোগ
শরণখোলা উপজেলা নির্বাচনে নৌকার পথসভায় জনতার ঢল

শরণখোলা উপজেলা নির্বাচনে নৌকার পথসভায় জনতার ঢল

মুন্সী মিজানুর রহমান শরণখোলা থেকে: বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে নৌকার মার্কার সর্বশেষ পথসভা রবিবার অনুষ্ঠিত হয়েছে। রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত নির্বাচনী এই পথসভায় হাজার হাজার নারী-পুরুষের ঢল নামে। নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী প্রচার-প্রচারণার শেষ দিনের এই সভায় দলের কেন্দ্র ও জেলার নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। তারা এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী রায়হান উদ্দিন শান্তকে ভোট প্রদানের জন্য জনগণে কাছে আহবান জানান। রায়েন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজাহার বাদল জমাদ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ রুমির সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রদান অতিথি হিসেবে বক্তৃতা করেন নৌকার প্রার্থী রায়হান উদ্দিন শান্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগ নেতা নকিব নজিবুল হক নজু, অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন ভূঁইয়া, ডা. আ. মতিন, মোরেলগঞ্জের পৌর মেয়র অ্যাডভোকেট মনিরুল হক তালুকদার, মঠবাড়িয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আশরাফুর রহমান, বরগুনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম টুকু ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মশিউর রহমান শিহাব। অন্যদের মধ্যে শরণখোলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, আওয়ামীলীগ নেতা মো. মোজাম্মেল হোসেন, এম সাইফুল ইসলাম খোকন, আব্দুল হক হায়দার প্রমূখ। উল্লেখ্য, শরণখোলা উপজেলা পরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন আকন গত বছরের (২০১৯) পাঁচ ডিসেম্বর মারা যাওয়ায় পদটি শূণ্য হয়। গত ১৫ সেপ্টেম্বর নির্বাচন কমিশন তফসিল ঘোষনার পর এই শূণ্য পদের উপ-নির্বাচনে প্রয়াত কামাল উদ্দিন আকনের জ্যেষ্ঠ পুত্র রায়হান উদ্দিন শান্তকে দলীয় মনোনয়ন দেয় আওয়ামীলীগ। এছাড়া, উপ-নির্বাচনে বিএনপি থেকে মতিয়ার রহমান খান ও জাতীয় পার্টি থেকে অ্যাডভোকেট শহিদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com