February 5, 2025, 7:24 am

শিরোনাম :
সোনালী লাইফ ইন্সুরেন্সের কর্ণধার মোস্তফা গোলাম কুদ্দুস না ফেরার দেশে Yemen পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জন নিহত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত দুই সকল ভেদাভেদ ভুলে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে : অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সজীব সিকদার গণঅভ্যুত্থানের শততম দিন উপলক্ষে চকরিয়া পৌরশহরে পরিচ্ছন্নতা অভিযান চকরিয়ায় তায়াকোয়ানডো একাডেমি কর্তৃক কৃতী শিক্ষার্থী সংবর্ধনা আরাফাত রহমান কোকো মেমরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট পর্তুগালের ফাইনালে চ্যাম্পিয়ন সিলেট সিক্সার্স পর্তুগালে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস’র পরিচিতি সভা ও অভিষেক
মুলাদীতে জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

মুলাদীতে জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

মুলাদী (বরিশাল) সংবাদদাতা

বরিশালের মুলাদীতে জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের সফিপুর গ্রামের শাহআলম তালুকদারের বাড়িতে ফুফাতো ভাই ও মামাতো ভাইয়ের পরিবারের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

হামলায় আহত জুয়েল তালুকদার জানান, তার পিতা শাহআলম তালুকদার ২৮ থেকে ৩০ বছর আগে মৃত মোহাম্মাদ মাঝির ছেলে মানিক মাঝির কাছ থেকে ঘরসহ একটি বাড়ি ক্রয় করেন। মানিক মাঝি সম্পর্কে শাহআলম তালুকদারের মামা হন। শাহআলম তালুকদার ঢাকায় অবস্থান করায় মানিক মাঝি তার বিক্রিত জমিতেই বসবাস করতেন।

শাহআলম তালুকদার কয়েকবার অনুরোধ করেও মানিক মাঝির কাছ থেকে বাড়ি উদ্ধার করতে পারেননি। করোনা পরিস্থিতিতে শাহআলম তালুকদার স্বপরিবারে গ্রামে ফিরে মানিক মাঝিকে বাড়ি ছাড়তে অনুরোধ করলে তিনিও জমির মালিকানা দাবি করেন।

এনিয়ে স্থানীয় পর্যায়ে সালিশে মানিক মাঝিকে এক লাখ টাকা দিয়ে বাড়ি ছাড়ার নির্দেশ দেন। মানিক মাঝি এক লাখ টাকা নিয়ে পুনঃরায় জমির মধ্যে অংশ পাবেন দাবি করে বসবাস শুরু করেন। গত ১০ সেপ্টেম্বর মানিক মাঝির ছেলে ছালাম মাঝি ও তার লোকজন নারিকেল পাড়লে শাহআলম তালুকদারের স্ত্রী সেলিনা বেগম বাধা দেন।

এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। রোববার শাহআলম তালুকদারের ছেলে জুয়েল তালুকদার ও আতিক তালুকদার বাড়ি থেকে সফিপুর খেয়াঘাটে রওয়ানা দিয়ে মানিক মাঝির ঘরের সামনে পৌঁছান। এ সময় পূর্বপরিকল্পিতভাবে অবস্থান নেয়া ছালাম মাঝি, কালাম মাঝি ও ইউনুছ মাঝিসহ ৮ থেকে ১০ জন দুস্কৃতকারী দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালিয়ে দুই ভাইকে আহত করে।

আহতদের ডাকচিৎকারে জুয়েল তালুকদারের ভাই ও অন্যরা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। এসময় জুয়েল তালুকদার, আতিক তালুকদার, আল আমিন তালুকদার, তানিয়া বেগম, সেলিনা বেগমসহ কমপক্ষে ১০ জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে এলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জুয়েল তালুকদারের স্ত্রী তানিয়া ও কালাম মাঝির স্ত্রী রোজিনা বেগমকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় দুই গ্রুপই মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে মুলাদী থানার অফিসার ইনচার্জ মো. ফয়েজ উদ্দীন মৃধা জানান, শাহআলম তালুকদারের লোকজন লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com