March 19, 2024, 8:09 am

শিরোনাম :
বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের ধরে রাখতে হবে: সাহাদাত হোসেন রনি ৭ মার্চের ভাষণ সমগ্র বিশ্ববাসীর জন্য ঐতিহাসিক ভাষণ: সাহাদাত হোসেন রনি একুশের মূল চেতনা আমাদের তরুণ প্রজন্মকে ধারণ করতে হবে: সাহাদাত হোসেন রনি একুশ আমাদের চেতনা, একুশ আমাদের বিশ্বাস: সাহাদাত হোসেন রনি স্বাধীনতার পূর্ণতার দিন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন: সাহাদাত হোসেন রনি কক্সবাজার ১ আসনে নিশ্চিত পরাজয় জেনে শেষ মূহুর্তে জাফর আলমের ভোট বর্জনের ঘোষণা বাঙালি জাতির আস্থার নাম হলো ছাত্রলীগ: সাহাদাত হোসেন রনি সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি চৌদ্দগ্রামে বিএনএফের প্রার্থী জসিম উদ্দিনের ব্যাপক গণ সংযোগ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সাইদুর রহমান
মুলাদীতে জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

মুলাদীতে জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

মুলাদী (বরিশাল) সংবাদদাতা

বরিশালের মুলাদীতে জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের সফিপুর গ্রামের শাহআলম তালুকদারের বাড়িতে ফুফাতো ভাই ও মামাতো ভাইয়ের পরিবারের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

হামলায় আহত জুয়েল তালুকদার জানান, তার পিতা শাহআলম তালুকদার ২৮ থেকে ৩০ বছর আগে মৃত মোহাম্মাদ মাঝির ছেলে মানিক মাঝির কাছ থেকে ঘরসহ একটি বাড়ি ক্রয় করেন। মানিক মাঝি সম্পর্কে শাহআলম তালুকদারের মামা হন। শাহআলম তালুকদার ঢাকায় অবস্থান করায় মানিক মাঝি তার বিক্রিত জমিতেই বসবাস করতেন।

শাহআলম তালুকদার কয়েকবার অনুরোধ করেও মানিক মাঝির কাছ থেকে বাড়ি উদ্ধার করতে পারেননি। করোনা পরিস্থিতিতে শাহআলম তালুকদার স্বপরিবারে গ্রামে ফিরে মানিক মাঝিকে বাড়ি ছাড়তে অনুরোধ করলে তিনিও জমির মালিকানা দাবি করেন।

এনিয়ে স্থানীয় পর্যায়ে সালিশে মানিক মাঝিকে এক লাখ টাকা দিয়ে বাড়ি ছাড়ার নির্দেশ দেন। মানিক মাঝি এক লাখ টাকা নিয়ে পুনঃরায় জমির মধ্যে অংশ পাবেন দাবি করে বসবাস শুরু করেন। গত ১০ সেপ্টেম্বর মানিক মাঝির ছেলে ছালাম মাঝি ও তার লোকজন নারিকেল পাড়লে শাহআলম তালুকদারের স্ত্রী সেলিনা বেগম বাধা দেন।

এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। রোববার শাহআলম তালুকদারের ছেলে জুয়েল তালুকদার ও আতিক তালুকদার বাড়ি থেকে সফিপুর খেয়াঘাটে রওয়ানা দিয়ে মানিক মাঝির ঘরের সামনে পৌঁছান। এ সময় পূর্বপরিকল্পিতভাবে অবস্থান নেয়া ছালাম মাঝি, কালাম মাঝি ও ইউনুছ মাঝিসহ ৮ থেকে ১০ জন দুস্কৃতকারী দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালিয়ে দুই ভাইকে আহত করে।

আহতদের ডাকচিৎকারে জুয়েল তালুকদারের ভাই ও অন্যরা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। এসময় জুয়েল তালুকদার, আতিক তালুকদার, আল আমিন তালুকদার, তানিয়া বেগম, সেলিনা বেগমসহ কমপক্ষে ১০ জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে এলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জুয়েল তালুকদারের স্ত্রী তানিয়া ও কালাম মাঝির স্ত্রী রোজিনা বেগমকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় দুই গ্রুপই মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে মুলাদী থানার অফিসার ইনচার্জ মো. ফয়েজ উদ্দীন মৃধা জানান, শাহআলম তালুকদারের লোকজন লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com