December 27, 2024, 10:02 am
মুলাদী (বরিশাল) সংবাদদাতা
বরিশালের মুলাদী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন হাওলাদার (৩৮) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে একটি বিল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
মামুন হাওলাদার উপজেলার কাজিরচর ইউনিয়নের রাগুয়া বড়াইয়া গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে।
জানা যায়, মামুন হাওলাদারের নিজস্ব সোনালি মুরগীর ফার্ম রয়েছে। তিনি ফার্ম দেখার পাশাপাশি রাজমিস্ত্রীর কাজ করেন। বৃহস্পতিবার সকাল ১০টায় একটি দ্বিতল বিল্ডিংয়ের কাজ করার সময় ওপরে টিন উঠাতে গিয়ে বিদ্যুতের তারের সাথে টিন লেগে গেলে সেখানেই মামুন অজ্ঞান হয়ে পড়েন। সাথে সাথে তার ছোট ভাই ও পরিবারের লোকজন তাকে মুলাদী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
মুলাদী থানার অফিসার ইনচার্জ মো: ফয়েজ উদ্দিন মৃধা বলেন, পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।