April 20, 2024, 2:11 am

শিরোনাম :
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের ধরে রাখতে হবে: সাহাদাত হোসেন রনি ৭ মার্চের ভাষণ সমগ্র বিশ্ববাসীর জন্য ঐতিহাসিক ভাষণ: সাহাদাত হোসেন রনি একুশের মূল চেতনা আমাদের তরুণ প্রজন্মকে ধারণ করতে হবে: সাহাদাত হোসেন রনি একুশ আমাদের চেতনা, একুশ আমাদের বিশ্বাস: সাহাদাত হোসেন রনি স্বাধীনতার পূর্ণতার দিন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন: সাহাদাত হোসেন রনি কক্সবাজার ১ আসনে নিশ্চিত পরাজয় জেনে শেষ মূহুর্তে জাফর আলমের ভোট বর্জনের ঘোষণা বাঙালি জাতির আস্থার নাম হলো ছাত্রলীগ: সাহাদাত হোসেন রনি
ঝালকাঠিতে করোনায় ব্যবাসায়ী ও উপসর্গে পুলিশ সদস্যের মৃত্যু

ঝালকাঠিতে করোনায় ব্যবাসায়ী ও উপসর্গে পুলিশ সদস্যের মৃত্যু

ঝালকাঠি সংবাদদাতা

ঝালকাঠিতে করোনায় ব্যবাসায়ী ও উপসর্গে পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। রোববার রাত ও সোমবার সকালে পৃথক স্থানে তাদের মৃত্যু হয়। জেলা সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার সোমবার সকালে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, নলছিটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর (৬৬) মৃত্যু হয়েছে। রোববার ৮টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে বেড না পেয়ে তাকে নলছিটিতে নিয়ে আসার পথে মৃত্যু হয়।

স্বজনরা জানায়, গত বৃহস্পতিবার বুকে ব্যাথা, জ্বর ও সর্দি নিয়ে তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। এ সময় তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। রোববার রিপোর্টে তাঁর করোনা পজিটিভ আসে। তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে হাসপাতাল কর্তৃপক্ষ করোনা ওয়ার্ড থেকে তাকে আইসিইউতে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু সেখানে বেড না থাকায় দুপুর থেকে বিকেল পর্যন্ত অক্সিজেন ছাড়াই রাখা হয় তাকে। রাতে তাকে নিয়ে নলছিটি শহরের পশু হাসপাতাল সড়কের বাসায় নিয়ে আসার পথে মৃত্যু হয় তাঁর।

এদিকে করোনা উপসর্গ নিয়ে কোর্ট পুলিশের সদস্যের (৫৮) মৃত্যু হয়েছে। সোমবার সকালে কোর্ট পুলিশের ব্যারাকে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগ তাঁর নমুনা সংগ্রহ করে।

কোর্ট পুলিশের পরিদর্শক আনিসুর রহমান জানান, ভোর রাতে সে অসুস্থ হয়ে পড়লে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সন্দেহ থাকায় তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে। মৃত পুলিশ সদস্য বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া গ্রামের বাসিন্দা। তাকে গ্রামের বাড়িতে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে দাফন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com