March 29, 2024, 12:05 pm

শিরোনাম :
২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের ধরে রাখতে হবে: সাহাদাত হোসেন রনি ৭ মার্চের ভাষণ সমগ্র বিশ্ববাসীর জন্য ঐতিহাসিক ভাষণ: সাহাদাত হোসেন রনি একুশের মূল চেতনা আমাদের তরুণ প্রজন্মকে ধারণ করতে হবে: সাহাদাত হোসেন রনি একুশ আমাদের চেতনা, একুশ আমাদের বিশ্বাস: সাহাদাত হোসেন রনি স্বাধীনতার পূর্ণতার দিন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন: সাহাদাত হোসেন রনি কক্সবাজার ১ আসনে নিশ্চিত পরাজয় জেনে শেষ মূহুর্তে জাফর আলমের ভোট বর্জনের ঘোষণা বাঙালি জাতির আস্থার নাম হলো ছাত্রলীগ: সাহাদাত হোসেন রনি সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি চৌদ্দগ্রামে বিএনএফের প্রার্থী জসিম উদ্দিনের ব্যাপক গণ সংযোগ
পাথরঘাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী নিহত, আহত ২

পাথরঘাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী নিহত, আহত ২

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা

বরগুনা পাথরঘাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় খলিলুর রহমান (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক ও আরোহী গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে পাথরঘাটা-পদ্মা সড়কের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খলিলুর রহমানের সদর ইউনিয়নের পদ্মা গ্রামে আ: কাদেরের ছেলে। আহতরা হলেন, মোটরসাইকেলচালক ওই এলাকার ইউনুস জোমাদ্দারের ছেলে হিরু জোমাদ্দার। তবে অপর আহত আরোহীর নাম এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে হাড়িটানা পদ্মা সড়কে মোটরসাইকেল ধাক্কায় খলিলুর রহমান (৫০) নামে এক পথচারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান। বরিশাল নেয়ার পথে ভাণ্ডারিয়া এলাকায় পৌঁছুলে বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন জানান, আমরা এ রকম একটি দুর্ঘটনার খবর পেয়েছি। আহত হওয়ার পরে তাকে বরিশালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। বরিশালেই তার মময়নাতদন্ত হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com