April 19, 2024, 7:27 am

শিরোনাম :
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের ধরে রাখতে হবে: সাহাদাত হোসেন রনি ৭ মার্চের ভাষণ সমগ্র বিশ্ববাসীর জন্য ঐতিহাসিক ভাষণ: সাহাদাত হোসেন রনি একুশের মূল চেতনা আমাদের তরুণ প্রজন্মকে ধারণ করতে হবে: সাহাদাত হোসেন রনি একুশ আমাদের চেতনা, একুশ আমাদের বিশ্বাস: সাহাদাত হোসেন রনি স্বাধীনতার পূর্ণতার দিন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন: সাহাদাত হোসেন রনি কক্সবাজার ১ আসনে নিশ্চিত পরাজয় জেনে শেষ মূহুর্তে জাফর আলমের ভোট বর্জনের ঘোষণা বাঙালি জাতির আস্থার নাম হলো ছাত্রলীগ: সাহাদাত হোসেন রনি
কক্সবাজারের চকরিয়ায় প্রথম করোনার রোগী শনাক্ত

কক্সবাজারের চকরিয়ায় প্রথম করোনার রোগী শনাক্ত

কক্সবাজার প্রতিনিধিঃ

সারাদেশে আতংকে দিনাতিপাতে করছে জনগণ।এ মসয় সৌদি আরব থেকে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরত আসা কক্সবাজারে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পর্দাশীন বৃদ্ধা মহিলা কক্সবাজার জেলার প্রথম ‘করোনা ভাইরাস’ আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত করছে জেলা সদর হাসপাতালে।

জানা যায়,শনাক্ত রোগী খুটাখালী ইউপির ৫নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া গ্রামের মৃত রশিদ আহমদের স্ত্রী মুসলিমা খাতুন(৭০)।তাহার এক ছেলে মোঃসোলাইমান,কক্সবাজার সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ।

করোনায় শনাক্ত মহিলা রোগীটি কক্সবাজার সদর হাসপাতালের ৫০১ নং কেবিনে চিকিৎসাধীন ছিল।

মঙ্গলবার (২৪ মার্চ) বেলা সোয়া দুইটার সময় এমন তথ্য নিশ্চিত করেছেন জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ শাহীন আবদুর রহমান চৌধুরী।
করোনা ভাইরাস আক্রান্ত ওই মহিলাকে বিশেষ এম্বুলেন্সে করে চট্টগ্রামের ফৌজদারহাট এলাকার করোনা ভাইরাসের চিকিৎসা কেন্দ্রে পাঠানো হচ্ছে।

গত ২১ মার্চ জ্বর, কাঁশি, গলা ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে মুসলিমা খাতুনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। করোনা ভাইরাসের পরীক্ষা করার জন্য ২২ মার্চ ঢাকাস্থ আইইডিসিআরে নমুনা পাঠানো হয়েছিল।মঙ্গলবার (২৪ মার্চ) ওই মহিলার করোনা ভাইরাসের পজেটিভ রিপোর্ট পাওয়া যায়।

একটি সূত্র মতে, জেলা সদর হাসপাতালের অন্তত ১৬ চিকিৎসা কোয়ারেন্টাইনে রয়েছে। ডা. মোহাম্মদ শাহীন আবদুর রহমান চৌধুরী বলেন, এ পর্যন্ত ৮ জন চিকিৎসক, ৮ জন নার্স, ৩ জন ক্লিনার হোমকোয়ারেন্টাইনে রয়েছে। আরো অনেকেকে আশঙ্কা করা হচ্ছে।
মুসলিমা খাতুন নামক রোগিকে হাসপাতালে আনার পর সন্দেহ হলে অস্বীকার করে স্বজনেরা। যে কারণে চিকিৎসক, নার্সদের ঝুঁকিতে পড়তে হলো বলে জানান হাসপাতালের আরএমও।

মুসলিমা খাতুন(৭০)করোনা বিষয়টি নিশ্চিত অত্র খুটাখালীর ৫নং ওয়ার্ডের বর্তমান মেম্বার নুরুল হক এ প্রতিবেদককে জানিয়েছেন।তিনি আরো জানান,উন্নত চিকিৎসার জন্য বৃদ্ধা মহিলাটিকে চট্রগ্রামে রেফার করেছে জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com