March 29, 2024, 11:03 am

শিরোনাম :
২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের ধরে রাখতে হবে: সাহাদাত হোসেন রনি ৭ মার্চের ভাষণ সমগ্র বিশ্ববাসীর জন্য ঐতিহাসিক ভাষণ: সাহাদাত হোসেন রনি একুশের মূল চেতনা আমাদের তরুণ প্রজন্মকে ধারণ করতে হবে: সাহাদাত হোসেন রনি একুশ আমাদের চেতনা, একুশ আমাদের বিশ্বাস: সাহাদাত হোসেন রনি স্বাধীনতার পূর্ণতার দিন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন: সাহাদাত হোসেন রনি কক্সবাজার ১ আসনে নিশ্চিত পরাজয় জেনে শেষ মূহুর্তে জাফর আলমের ভোট বর্জনের ঘোষণা বাঙালি জাতির আস্থার নাম হলো ছাত্রলীগ: সাহাদাত হোসেন রনি সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি চৌদ্দগ্রামে বিএনএফের প্রার্থী জসিম উদ্দিনের ব্যাপক গণ সংযোগ
পটুয়াখালীর দুমকিতে মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় অহত-১০

পটুয়াখালীর দুমকিতে মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় অহত-১০

ইউ,এইচ,সুমাঃ পটুয়াখালীর দুমকিতে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বাসের ধাক্কায় অটোবাইকে থাকা যাত্রী সহ অন্তত ১০ যাত্রী অহত হয়েছে। সোমবার সকাল ৯ টার দিকে দুমকি উপজেলার বাউফল নামক এলাকার উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে এ দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, বাউফল থেকে ঢাকাগামী বেপারী পরিবহন যাত্রীবাহী বাসটি অটোবাইকে পেছন থেকে ধাক্কা দিলে এ দূর্ঘটনাটি ঘটে।এতে করে অটোবাইকটি উল্টে দুমরে মুচরে সড়কের পাশে পরে যায়। এতে অটোবাইকে থাকা যাত্রীরা আহত হয়। ঘটনা সূত্রে আহতদের পরিচয় যথা অবদুল মজিদ (৫৫), অবুল বসার (২৪), মো. বাবুল (৩৫), মো. সৈয়দ আলী (১৯), সোহাগ (২৫) সহ অজ্ঞাত আরো অন্তত-১০ অটো সহ বাসে থাকা যাত্রীরা আহত হয়।পরে স্থানীয়তদের প্রচেষ্টায় অহতদের উদ্ধার করে দ্রুত দুমকি উপজেলা থানা স্থাস্থ কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দুমকি উপজেলা থানা স্থাস্থ কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার জনাব ডা. সাজ্জদুর রহমান জানান, গুরুতর অহত অবদুল মজিদ (৫৫), অবুল বসার (২৪), মো. বাবুল (৩৫), মো. সৈয়দ আলী (১৯), সোহাগ (২৫) সহ ৫জনকে অবস্থা গুরুতর থাকায় তাদের কে উন্নত চিগিৎসার জন্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করা হয়েছে। অপর ৫ জন আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে বেপারী পরিবহনের চালক মো. রিপন সহ ঘাতক বাসটি আটক করা হয়েছে। পরর্বতিতে চালকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com