March 29, 2024, 7:24 am

শিরোনাম :
২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের ধরে রাখতে হবে: সাহাদাত হোসেন রনি ৭ মার্চের ভাষণ সমগ্র বিশ্ববাসীর জন্য ঐতিহাসিক ভাষণ: সাহাদাত হোসেন রনি একুশের মূল চেতনা আমাদের তরুণ প্রজন্মকে ধারণ করতে হবে: সাহাদাত হোসেন রনি একুশ আমাদের চেতনা, একুশ আমাদের বিশ্বাস: সাহাদাত হোসেন রনি স্বাধীনতার পূর্ণতার দিন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন: সাহাদাত হোসেন রনি কক্সবাজার ১ আসনে নিশ্চিত পরাজয় জেনে শেষ মূহুর্তে জাফর আলমের ভোট বর্জনের ঘোষণা বাঙালি জাতির আস্থার নাম হলো ছাত্রলীগ: সাহাদাত হোসেন রনি সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি চৌদ্দগ্রামে বিএনএফের প্রার্থী জসিম উদ্দিনের ব্যাপক গণ সংযোগ
সোহাগ হত্যায় কুষ্টিয়ায় ২ জনের মৃত্যুদণ্ড

সোহাগ হত্যায় কুষ্টিয়ায় ২ জনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার

সোহাগ (১৯) হত্যা মামলায় কুষ্টিয়ায় দুজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় দেন। এ সময় প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত রনি আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক রয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারোমাইল এলাকার আবুল কালামের ছেলে রনি ও মিরপুর উপজেলার আহম্মদপুর গ্রামের আহাদ আলীর ছেলে নাজমুল।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া শহরের চৌড়হাঁস এলাকার ইসমাইল হোসেনের ছেলে রাব্বি, একই এলাকার খলিলের ছেলে রফিক ও সদর উপজেলার কুমারগাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে সুজা।

আদালতসূত্রে জানা যায়, ২০১২ সালের ৯ অক্টোবর সকালে সোহাগকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান আসামিরা। সোহাগ সদর উপজেলার কুমারগাড়া এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। এর পর দিন ১০ অক্টোবর ভেড়ামারার হার্ডিঞ্জ ব্রিজসংলগ্ন এলাকায় সোহাগের লাশ পাওয়া যায়।

ওই দিনই সোহাগের খালু শহিদুল ইসলাম বাদী হয়ে অভিযুক্ত পাঁচজনকে আসামি করে ভেড়ামারা থানায় হত্যা মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com