January 19, 2025, 3:11 am
নিজস্ব প্রতিবেদকঃ তারেক রহমানের কারামুক্ত দিবস ৩ সেপ্টেম্বর। ২০০৭ সালের ১১ জানুয়ারি ওয়ান-ইলেভেনের জরুরি সরকার ক্ষমতাগ্রহণের পর জিয়া পরিবারের বড় সন্তান ও বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে গ্রেপ্তার করে।
দীর্ঘ পৌনে দুই বছর কারাভোগের পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর বিদেশে উন্নত চিকিৎসার জন্য জামিনে মুক্তি পান তিনি। ৮ দিন পর ১১ই সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামিনে মুক্তির পর উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমানের কারামুক্তির ৯ম দিবস উপলক্ষে বিএনপি নেতা জুয়েল আহমেদ বিএনপি ও অঙ্গসহযোগী সংহঠনসহ সকল নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
জুয়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশকে নেতৃত্বশুন্য করার চক্রান্তের অংশ হিসেবে তারেক রহমানসহ জিয়া পরিবারের ওপর অত্যাচার নির্যাতনের খড়গ চালানো হচ্ছে। বাংলাদেশের জাতীয়বাদী শক্তির আগামি দিনের আশা ভরসা হচ্ছেন তারেক রহমান। তার নেতৃত্বেই এগিয়ে যাবে বাংলাদেশ কাংখিত গন্তব্যে। আওয়ামী অপপ্রচার গোয়েবলসীয় মিথ্যাচারকেও হার মানিয়েছে। কিন্তু এসব করে লাভ হয়নি। বাংলাদেশের ১৬ কোটি মানুষের নেতা হিসেবে বীরের বেশে দেশে ফিরবেন তারেক রহমান।’