December 12, 2024, 1:43 pm
এম, রিদুয়ানুল হক, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে চকরিয়া তায়াকোয়ানডো একাডেমি। সোমবার (১১ নভেম্বর) বিকাল ৩ টায় চকরিয়া কোরক বিদ্যাপীঠ প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফকরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া যুব উন্নয়ন কর্মকতা মোঃ সাজ্জাদুল হক, চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুবাইদুল হক, চকরিয়া প্রবাসী ইউনিয়ন সভাপতি মুবিনুল ইসলাম মুবিন, চকরিয়া কোরক বিদ্যাপীঠ এর সিনিয়র শিক্ষক আনচারুল করিম, আইসিটি টেকনিশিয়ান ইসফাতুল হাসান ইসফাত।
এছাড়াও উপস্থিত ছিলেন চকরিয়া তায়কোয়ানদো একাডেমি ও বহদ্দারকাটা তায়কোয়ানদো দোজাং এর প্রতিষ্ঠাতা পরিচালক হামিদুর রহমান (কাসেম), শিক্ষক তৌহিদুল ইসলাম(১), কাউছার ফাহিম জিসান, জাহিদুল ইসলাম, তৌহিদুল ইসলাম(২), জুনাইদ মো: অলি উল্লাহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে ব্ল্যাক বেল্ট প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।
বিশেষভাবে উল্লেখ্য, তায়কোয়ানডো একটি মার্শাল আর্ট ও দক্ষিণ কোরিয়ার জাতীয় খেলা। এটা যুদ্ধ কৌশল, আত্মরক্ষা, খেলাধুলা, ব্যায়াম, এবং কিছু কিছু ক্ষেত্রে ধ্যান এবং দর্শনের সম্মিলন। অনুশীলনকারীদের সংখ্যার দিক থেকে ১৯৮৯ সালে তায়কোয়ান্দো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মার্শাল আর্ট হিসেবে বিবেচিত হয়েছিল। জিওরজি একটি ধরন, ২০০০ সাল থেকে যেটি একটি অলিম্পিক ইভেন্ট হিসেবে চলমান রয়েছে।