December 10, 2024, 10:20 pm
পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় শুভ উদ্বোধন করা হয়েছে এরশাদ আলী চৌধুরী মিনি স্টেডিয়ামের। টইটং উচ্চ বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠটি স্টেডিয়াম ঘোষণা করে। মঙ্গলবার (৫নভেম্বর) দুপুরের দিকে এরশাদ আলী চৌধুরী মিনি স্টেডিয়ামের উদ্বোধন হয়েছে। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হোসেন চৌধুরী স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।২০১৯ সালে টইটং উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে এরশাদ আলী চৌধুরী ওয়াকফ স্টেটের নিজস্ব সম্পত্তিতে খেলার মাঠ তৈরী করা হয়। ক্রীড়া চর্চা ও সাংস্কৃতিক বিকাশের জন্য সে সময় এরশাদ আলী ওয়াকফ সম্পত্তিতে খেলার মাঠ নির্মাণের অনুমতি মেলে।
স্থানীয়সুত্রে জানায়ায়, উপজেলার টইটং ইউনিয়নের এরশাদ আলী চৌধুরী ওয়াকফ নিজস্ব সম্পত্তিতে নির্মিত ওই খেলার মাঠটি মিনি স্টেডিয়াম হিসেবে স্বীকৃতি পেতে সংশ্লিষ্ট অধিদপ্তরে আবেদন পাঠানো হয়েছে। ধর্ম মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ে স্টেডিয়াম ঘোষণার আবেদন গৃহীত হয়েছে।
এরশাদ আলী চৌধুরী ওয়াকফ সম্পত্তির ওয়ারিশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার প্রখ্যাত জমিদার বাড়ির সন্তান আরিফুল ইসলাম খান স্টেডিয়াম নির্মাণের ঐকান্তিক প্রচেষ্টা চালান। এছাড়াও একই সম্পত্তির ওয়ারিশ ছৈয়দুল্লাহ লিয়াকত আলী চৌধুরী স্টেডিয়াম নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেন।
এ ব্যাপারে এরশাদ আলী চৌধুরী ওয়াকফ এর কার্যকারক নুরুন্নবী বলেন, স্কুলসহ খেলার মাঠ সবকিছু প্রতিষ্ঠিত হয়েছে ওয়াকফ এর সম্পত্তিতে। স্কুলের পুর্ব পাশে ওয়াকফর জমি ভরাট করে মাঠ তৈরী করা হয়। যিনি জমি দিয়েছেন তার মানেই স্টেডিয়ামটি নামকরণ হয়েছে। ইউএনও স্যার এসে উদ্বোধন করেছেন। সাইন বোর্ড টাঙানো হয়েছে। মাঠ সংস্কারের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। প্রধান ফটকে নান্দনিক গেইট নির্মাণ করা হবে। মাঠে মাটি ভরাট কার্যক্রমও শুরু করবো। স্কুলের শিক্ষার্থী ছাড়াও এলাকার ক্রীড়ামোদী ব্যক্তিরা সেখানে এসে ক্রীড়া ও শরীর চর্চা করতে এ মাঠকে সুন্দররুপে উপযোগী করতে ইউএনও স্যার উদ্যোগ গ্রহণ করেছে।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মঈনুল হোসেন চৌধুরী বলেন, মাঠটি অত্যন্ত আকর্ষনীয় ও মনোরম স্থানে। আসলে ক্রীড়া ও সংস্কৃতি বিকাশে এর গুরুত্ব অনুধাবন করতে সক্ষম হয়েছি। যিনি জায়গা দিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠের জন্য ওনার নামেই এ স্টেডিয়ামটি নামকরণ হয়েছে।