December 10, 2024, 10:20 pm
আটকচকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
চকরিয়া থানা পুলিশের অভিযানে এক রাতে বিভিন্ন ইউনিয়ন থেকে গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত ৮ জন আসামীকে আটক করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত চকরিয়া সার্কেল (এএসপি) ও ওসি মহোদয়ের নির্দেশ অভিযান পরিচালনা করা হয়েছে।
আটককৃত আসামীরা হলেন ডুলাহাজারা ইউপির ৭নং ওয়ার্ডের পূর্ব মাইজপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে মোঃ ফরিদুল আলম (৪২), একই ইউপির ৪নং ওয়ার্ডের উলুবনিয়া এলাকার ফরিদুল আলমের ছেলে মোঃ তারেক (১৯), উলুবনিয়ার আবদুল মোনাফের ছেলে তানজিম হোসাইন তামিম (১৯), পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম বাটাখালী এলাকার শামশুল আলমের ছেলে কফিল উদ্দিন (৩০), খুটাখালী ইউপির ৬নং ওয়ার্ডের পূর্ব পাড়া এলাকার মৃত বশির ড্রাইভারের ছেলে মোহাম্মদ আলী লিটন (৩৫), পূর্ব বড়ভেওলা ইউপির ৬নং ওয়ার্ডের ব্রাহ্মণপাড়ার নজির আহমেদের ছেলে মোঃ গিয়াস উদ্দিন বাবুল (৪৩), চিরিংগা ইউপির ৬নং ওয়ার্ডের সওদাগর ঘোনার হাজী নজু মিয়ার ছেলে মোঃ হেলাল উদ্দিন ডাকাত (৩২) ও কোণাখালী ইউপির ৯নং ওয়ার্ডের জঙ্গলকাটা এলাকার মোক্তার আহমদের ছেলে মোঃ শোয়াইব। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূইঁয়া জানান, মোঃ ফরিদুল আলম (৪২) এর বিরুদ্ধে থানার মামলা নং-৬৪/২৪,মোঃ তারেক (১৯) এর বিরুদ্ধে থানার মামলা নং-৩/২৪, তানজিম হোসাইন তামিম (১৯) এর বিরুদ্ধে থানার মামলা নং-৩/২৪, কফিল উদ্দিন (৩০) এর বিরুদ্ধে থানার মামলা নং-৩/২৪,মোঃ হেলাল উদ্দিন প্রঃ হেলাল ডাকাত (৩২) এর বিরুদ্ধে থানার মামলা নং-৩/২৪, মোহাম্মদ আলী লিটন (৩৫) এর বিরুদ্ধে সিআর মামলা, মোঃ গিয়াস উদ্দিন প্রঃ মোঃ গিয়াস উদ্দিন বাবুল (৪৩) এর বিরুদ্ধে সিআর মামলা ও মোঃ শোয়াইব এর বিরুদ্ধে সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ধৃত আসামীদেরকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।