December 10, 2024, 10:20 pm

শিরোনাম :
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত দুই সকল ভেদাভেদ ভুলে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে : অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সজীব সিকদার গণঅভ্যুত্থানের শততম দিন উপলক্ষে চকরিয়া পৌরশহরে পরিচ্ছন্নতা অভিযান চকরিয়ায় তায়াকোয়ানডো একাডেমি কর্তৃক কৃতী শিক্ষার্থী সংবর্ধনা আরাফাত রহমান কোকো মেমরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট পর্তুগালের ফাইনালে চ্যাম্পিয়ন সিলেট সিক্সার্স পর্তুগালে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস’র পরিচিতি সভা ও অভিষেক চকরিয়ায় বিশেষ ক্ষমতা আইন ও হত্যাচেষ্টার অভিযোগে পৃথক ২ মামলা: আসামি ৭৩৬ জন পর্তুগালে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চকরিয়ায় আওয়ামী লীগ নেতা ভাইকে মামলা ও ধরপাকড় থেকে বাঁচাতে মরিয়া বিএনপি নেতা!
ব্রঙ্কস বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাইন ইলেভেনের ঘটনায় নিহতদের দোয়া কামনায় স্মরণসভা

ব্রঙ্কস বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাইন ইলেভেনের ঘটনায় নিহতদের দোয়া কামনায় স্মরণসভা

যুক্তরাষ্ট্রে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে দেশটির ওপর এগারোই সেপ্টেম্বরের হামলা, যা নাইন/ইলেভেন নামে পরিচিত। ছিনতাই করা চারটি যাত্রীবাহী বিমান দিয়ে ২০০১ সালে আল-কায়দার চালানো এই আক্রমণে নিউ ইয়র্কের বিশ্ববাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ার এবং ওয়াশিংটনের পেন্টাগন আক্রান্ত হয়। আরেকটি বিমান কোথাও আঘাত হানার আগেই বিধ্বস্ত হয়।

ভয়াবহ এই হামলায় নিহত হন প্রায় তিন হাজার লোক ।দিনটি উপলক্ষে নাইন ইলেভেনে নিহত ও আহতদের স্মরণে ১১ সেপ্টেম্বর বুধবার ব্রঙ্কস বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাবাজার পদ্মা সেলুনের সামনে স্মরণ সভার আয়োজন করে ব্রঙ্কস বাংলাদেশি কমিউনিটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেইট সিনেটর নাটালিয়া ফার্নান্দেজ। অনুষ্ঠান উপস্থাপনা করেন এ্যাটর্নী রাশেদ মজুমদার ও মোঃ শামিম মিয়া।অনুষ্ঠানের শুরুতে শহিদের স্মরনে নিরাবতা পালন করা হয়, এরপর আমেরিকার জাতীয় সঙ্গীত স্বমস্বরে উচ্চারিত হয়। শহিদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা পরিচালনা করেন ফাদার ডেভিড পাওয়ার। অতপর বিশ্ব শান্তি ও ৯/১১ ভিকটিমদের স্মরনে দোয়া পরিচালনা করেন, পেশ ইমাম আবুল কাশেম ইয়াহিয়া, বাংলাবাজার জামে মসজিদ, ব্রঙ্কস, নিউইয়র্ক। উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, এ ইসলাম মামুন, শামীম মিয়া, মঞ্জুর চৌধুরী জগলুল প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন, সিনেটর ন্যাথালিয়া ফর্নান্ডেজ, এ্যাসেমবিলি ওম্যান, ব্রঙ্কস। ব্রঙ্কস ব্যুর প্রেসিডেন্ট ভেনেসা গিবসন, কমিউনিটি বোর্ড ৯ এর চেয়ারম্যান এন মজুমদার মাস্টার্স অব ল, খলিল ফুড ফাউন্ডেশনের সিইও খলিলুর রহমান, এ্যাটর্নী রাশেদ মজুমদার, ক্যাপটেন ব্লান্কো পুলিশ প্রিসেন্ট ৪৩, ল্যাফটেনেন্ট ইয়ান পুলিশ প্রিসেন্ট ৪৩, কমিউনিটির পরিচিত মুখ ল্যাফটেনেন্ট বিলাল উদ্দিন, প্রফেসর ছানাউল্লাহ্ , কামাল উদ্দিন, হাসান আলী, কাজী রবিউজ্জামান, সাংবাদিক জহিরুল হক, খায়রুল ইসলাম নাসির, মিয়া মোহাম্মদ দাউদ, নূরে আলম জিকু। বিজয় কৃষ্ন সাহা, কবি সুধাংশু কুমার মন্ডল, মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম, মুক্তিযোদ্ধা আব্দুল রউফ, মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, তহিদুল ইসলাম, জামাল আহমেদ,আজিজুল হক, মকবুল মিয়া, লুৎফর রহমান, জালাল সরদার কমিশনার, মন্জুর চকদার, শাহ আলম প্রমুখ।এ সময় অনুষ্ঠানে সন্ত্রাসের নিন্দা, প্রতিবাদ এবং সন্ত্রাসীদের প্রতি ধিক্কার জানিয়ে বক্তব্য দেন আয়োজকরা। সেদিনের ঘটনায় নিহত বাংলাদেশি ছাড়াও অন্যান্যদের আত্মার শান্তি কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com