September 8, 2024, 2:08 am
নিজস্ব প্রতিবেদক,পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় কৃষকের ৩২ শতক ফসলী জমিতে গভীর রাতে তান্ডব চালিয়েছে দুবৃর্ত্তরা। ৩০ আগস্ট (শুক্রবার) দিবাগত রাতে উপজেলার রাজাখালী ইউনিয়নের পালাকাটায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ২ একরের বেশী সম্পত্তি নিয়ে রাজাখালীতে মৃত কেরামত আলীর পুত্র ওয়াজেদ আলী প্রকাশ ওয়াদু গং ও মৃত জাবের আহমদের পুত্র জাগের হোসেন গংদের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে সিনিয়র সহকারী জজ আদালতে অপর মামলা ৬০/২০২৩ রুজু আছে। সাহাব উদ্দিন গং ওই মামলার পক্ষভূক্ত বাদী। অপরদিকে জাগের হোসেনসহ একাধিক জনকে ওই মামলায় বিবাদী করা হয়। জায়গা নিয়ে দু’পক্ষের একাধিক দেওয়ানী ও ফৌজধারী মামলা, অভিযোগও আছে। চলতি বর্ষা মৌসুমে বিরোধীয় জমিতে সাহাব উদ্দিন গং ফসল রোপণ করে। এ ব্যাপারে ওয়াজেদ আলী প্রকাশ ওয়াদু জানান, দিয়ারা রেকর্ডের বিরুদ্ধে মামলা আছে। প্রশাসনের কাছে বৈঠকের দিনও ধার্য্য রয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে আমাদের ভোগ দখলীয় জমি থেকে ৩২ শতক জমির আমন ফসল গুড়িয়ে দেয়। তারা রাতের আঁধারে তান্ডব চালায়। সাহাব উদ্দিন জানান, কাগজপত্র কিছুই মানে না তারা। রাতে এসে জমিতে তান্ডব চালায়। মো: ইলিয়াছ, রাহমত উল্লাহ, মোহাম্মদ শরীফ, লিয়াকত আলীসহ স্থানীয়রা জানান, আমরা ২০ দিন আগে জমিতে ফসল ফলায়। রাতে সেগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। রাজাখালী ইউপির প্যানেল চেয়ারম্যান বাদশাহ মিয়া জানান, তারা দু’পক্ষ সেনাবাহিনীর কাছে গিয়েছিল। নিষ্পত্তির জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন।