September 9, 2024, 2:10 pm
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
দেশের বৃহৎ মিডিয়া প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলায় জড়িতদের গ্রেপ্তারসহ বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারের চকরিয়ায়। এই কর্মসূচীতে অংশ নেন চকরিয়া উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দসহ কর্মরত সাংবাদিকেরা। এছাড়াও বসুন্ধরা শুভসংঘ চকরিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দরাও কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) বিকেল চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলা প্রেসক্লাব কার্যালয়ের সামনে মানবন্ধন ও ক্লাব কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের স্থানীয় প্রতিনিধি ছোটন কান্তি নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি ইবনে আমিন, জ্যেষ্ঠ সহ-সভাপতি দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি রফিক আহমদ, সহ-সভাপতি যথাক্রমে দৈনিক যায়যায়দিনের মনজুর আলম, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মুহাম্মদ জিয়াউদ্দিন ফারুক, ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আবুল মনসুর মো. মহসিন, অর্থসম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি একেএম ইকবাল ফারুক, দপ্তর সম্পাদক ও একুশে সংবাদ পত্রিকার প্রতিনিধি আবদুল হামিদ, তৃতীয় মাত্রার প্রতিনিধি ও ক্লাবের সদস্য মো. শাহ আলম, স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি শাহদাত আলী জিন্নাহ, দি কমার্শিয়াল টাইমস এর প্রতিনিধি জমির হোছাইন, ইনফো বাংলার প্রতিনিধি মিজানুর রহমান, আমার সংবাদ প্রতিনিধি ফয়সাল আলম সাগর। এছাড়াও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ চকরিয়া উপজেলা শাখার সভাপতি আবুল মাসরুর, জ্যেষ্ঠ সহ-সভাপতি বিপ্লব দাশগুপ্ত, সাংগঠনিক সম্পাদক মাষ্টার আপন শর্মা, জ্যেষ্ঠ সদস্য পরেশ দাশগুপ্ত, সদস্য যথাক্রমে মুহাম্মদ কুতুব উদ্দিন, আরিফ মাঈনউদ্দিন রাকিব, মুরশেদুল ইসলাম তোহা, রিয়াজুল হাসান প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশ এখন নতুন ধারায় চলমান। এই সময়ের মধ্যে কোন গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলার ঘটনা খুবই দুঃখজনক ও অনভিপ্রেত। অবিলম্বে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সাত প্রতিষ্ঠানে ন্যাক্কারজনক হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ তাদের কঠিণ শাস্তির ব্যবস্থা করতে হবে।’