February 8, 2025, 6:26 pm

শিরোনাম :
সোনালী লাইফ ইন্সুরেন্সের কর্ণধার মোস্তফা গোলাম কুদ্দুস না ফেরার দেশে Yemen পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জন নিহত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত দুই সকল ভেদাভেদ ভুলে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে : অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সজীব সিকদার গণঅভ্যুত্থানের শততম দিন উপলক্ষে চকরিয়া পৌরশহরে পরিচ্ছন্নতা অভিযান চকরিয়ায় তায়াকোয়ানডো একাডেমি কর্তৃক কৃতী শিক্ষার্থী সংবর্ধনা আরাফাত রহমান কোকো মেমরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট পর্তুগালের ফাইনালে চ্যাম্পিয়ন সিলেট সিক্সার্স পর্তুগালে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস’র পরিচিতি সভা ও অভিষেক
ঠাকুরগাঁও সাবেক এমপি রমেশ সেন কারাগারে

ঠাকুরগাঁও সাবেক এমপি রমেশ সেন কারাগারে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

আটকের পর গ্রেফতার দেখিয়ে বিস্ফোরক মামলায় ঠাকুরগাঁও ১ আসনের সাবেক এমপি রমেশ সেনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

এই মামলায় শনিবার বিকেল সাড়ে তিনটায় সাবেক এমপি রমেশ চন্দ্র সেনকে আদালতে তোলা হলে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের বিচারিক রাজিব কুমার রায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলাটি দায়ের করেন ঠাকুরগাঁও হাজীপাড়ার স্থানীয় বাসিন্দা রিপন নামে এক ব্যক্তি। 
পুলিশ জানায়, তিনি অসুস্থ্য থাকায় রিমান্ড চাওয়া হয়নি পরবর্তীতে রিমান্ডের আবেদন করা হবে। 
এর আগে শুক্রবার রাতে সাদা পোশাকে পুলিশের একদল সদস্য সাবেক এমপি রমেশ সেনকে তার নিজ বাসভবন রুহিয়া থেকে আটক করে। তিনি আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক পানি সম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন। 
আটকের সময় রমেশ সেনের স্ত্রী অঞ্জলী সেন অভিযোগ করে বলেন, সাদা পোশাকে পুলিশের ১০-১৫ জনের একটি দল এসে তাকে তুলে নিয়ে যায়। তারা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য হতে পারেন। রমেশকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে কিছু বলেন নি তারা।
অঞ্জলী সেন আরও জানান, সবার কাছে অস্ত্র ছিল। রমেশকে তারা বলেন, ওঠেন আমাদের সাথে চলেন। তারা হাত ধরে জোর করে টেনে নিয়ে চলে যায়। কোথায় নিয়ে যাবেন বারবার জিজ্ঞেস করেছি, কিন্তু তারা কিছু বলেনি৷
এ বিষয়ে সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, সাবেক এমপি রমেশ সেনকে আটকের ফর গ্রেফতার দেখানো হয়েছে কারণ তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।
তথ্য, গত ১৬/০৮/০২৪ খ্রি. ঠাকুরগাঁও সদর থানার মামলা নং-১২, তারিখ- ১৬/০৮/২০২৪, ধারা- ১৪৩/১৪৯/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২)/১১৪ তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ০৩ ধারা মোতাবেক ঠাকুরগাঁও -০১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ সেন, এমপি, সভাপতি, পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও সদস্য, উপদেষ্টা পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ’কে পুলিশ হেডকোয়ার্টাস ঢাকার একটি বিশেষ টিম গ্রেফতারপূর্বক ঠাকুরগাঁও সদর থানা পুলিশ হেফাজতে নিয়ে আসে।
পরবর্তীতে ১৭/০৮/২০২৪ খ্রি. ঠাকুরগাঁ সদর থানার মামলা নং-১২, তারিখ- ১৬/০৮/২০২৪, ধারা- ১৪৩/১৪৯/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২)/১১৪ তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ০৩ ধারা মোতাবেক তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com