January 13, 2025, 2:33 pm
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ২ টায় হাইকোর্টের মাজারে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী উপকমিটির সদস্য দেলওয়ার হোসেন,বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট একেএম দাউদুর রহমান মিনা, সাধারণ সম্পাদক রসায়নবিদ ড. জাফর ইকবাল, সহ সভাপতি মোঃ কামাল হোসেন, জসিম উদ্দিন ভূঁইয়া, এডভোকেট কামাল হোসেন মিয়া (বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত), সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল সোহাগ ও মানবাধিকার বাস্তবায়ন কমিশন এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম মোল্লা ও অন্যান্য নেতৃবৃন্দ।এই সময় সবাই বক্তব্যে বক্তারা বলেন, কোমলমতি ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে ভিন্নপথে চালিত করার হীন মানসে জামায়াত– শিবির–বিএনপি চক্র দেশে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে, যার মাসুল আজ জনগণকে দিতে হচ্ছে। দেশদ্রোহী জামায়াত–শিবির চক্রের নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।