September 9, 2024, 3:55 pm
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পত্রিকা বিক্রেতা প্রকাশ ধর (৬২) নিহত হয়েছেন। ১৪ জুলাই (রোববার) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত শনিবার সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌর শহরের সোসাইটি মসজিদ এলাকায় একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। প্রকাশ ধরের বাড়ি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধরপাড়া গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রকাশ ধর পত্রিকা বিক্রি শেষে সন্ধ্যায় গ্রাহকদের কাছ থেকে টাকা তুলছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এ সময় তিনি বাঁ পা ও মাথায় গুরুতর আঘাত পান। পরে তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্থানান্তর করা হয় কক্সবাজার জেলা সদর হাসপাতালে। তবে শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরে তাঁকে সেখান হতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়েছে।
প্রকাশ ধরের মৃত্যুতে চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইবনে আমিন, সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
এছাড়াও চকরিয়া সংবাদপত্র হকার সমিতির সভাপতি মনির উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।