February 6, 2025, 7:01 am
জালাল উদ্দিন গুরুদাসপুর (নাটোর).
নাটোরের গুরুদাসপুর উপজেলার পৌর সদরের চাঁচকৈড় কাচারী পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোতালেবুর রহমানকে ঘোড়ায় চড়িয়ে সংবর্ধনার মধ্যে দিয়ে রাজকীয় বিদায় দিয়েছেন এলাকাবাসী। ৩৫ বছর ইমামতি করার পর এলাকাবাসীর ভালোবাসায় মুগ্ধ মাওলানা মোতালেবুর রহমান। আর স্থানীয়দের দাবি গুরুদাসপুরে এই ঘটনা এই প্রথম। মসজিদের সব ইমামকে সম্মানের সঙ্গে বিদায় দেওয়ার দাবি করেন এলাকাবাসী।
শুক্রবার (১২ জুলাই) দুপুরে জুম্মার নামাজের পর চাঁচকৈড় কাচারী পাড়া জামে মসজিদের ৭০ বছর বয়সী এ ইমামকে হাত ধরে ঘোড়ার গাড়িতে তুলেন এলাকাবাসী। ঘোড়ার গাড়িতে উঠার আগে শেষবারের মতো এলাকাবাসীর কাছে ভুল ত্রুটির ক্ষমা চান তিনি। ঘোড়ার গাড়ির আগে ও পেছনে মোটরসাইকেলের বহর নিয়ে ৫ কিলোমিটার দূরে চলনালী গ্রামে ইমামের বাড়িতে নিয়ে যান।
জুম্মার নামাজ পর মসজিদের বিদায়ী ইমাম মাওলানা মোতালেবুর রহমানকে নানা ধরনের উপহার দেওয়ার পাশাপাশি নগদ ১লক্ষ টাকা দেন মুসল্লিরা। ঘোড়র গাড়িতে উঠার আগে এলাকাবাসীর ভালোবাসায় অশ্রæসিক্ত হন মাওলানা মোতালেবুর রহমান।
মাওলানা মোতালেবুর রহমান বলেন, ‘১৯৮৯ সালে এ মসজিদে ইমাম হিসাবে যোগদান করেছি। ৩৫ বছর ইমামতি করার সময় এলাকাবাসীদের ভালোবাসা পেয়েছি। বিদায় বেলায়ও তাদের ভালোবাসায় মুগ্ধ আমি। এলাকাবাসীর এমন ভালোবাসা কম মানুষের ভাগ্যে জুটে।’
পরে ঘোড়ার গাড়ির আগে ও পেছনে মোটরসাইকেলের বহর নিয়ে এলাকাবাসী মাওলানা মোতালেবুর রহমানের বাড়িতে পৌঁছে দিয়ে আসেন। আর দীর্ঘদিনের ইমামকে প্রাপ্ত সম্মান জানাতে পেরে আনন্দিত এলাকাবাসীও।
কাচারীপাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর শেখ বলেন, গুরুদাসপুর উপজেলায় এটিই প্রথম ঘটনা। তাদের উদ্যোগ দেখে গুরুদাসপুরের সব মসজিদের ইমামকে সম্মানের সঙ্গে বিদায় দিবে এমনটা প্রত্যাশা করি।#