October 9, 2024, 11:26 pm

শিরোনাম :
পেকুয়ায় আইন অমান্য করে এক ব্যক্তির জায়গায় কুঁড়েঘর নির্মাণের অভিযোগ পেকুয়ায় প্রবাসীর বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত- ৬ ইউরোপ বিএনপির দুই নেতা রাসেল ও সুইট’কে সিলেটে সংবর্ধনা সনার্তন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ কোটচাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা প্রাই ২ মাস কর্মস্থানে অনুপস্থিত সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী’র মতবিনিময়সভা অনুষ্ঠিত ডাকাতদলের গুলি-ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম’র মর্মান্তিক মৃত্যু মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বেজা বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
গুরুদাসপুর পৌরসভার ১৩০ কোটি টাকার বাজেট ঘোষণা

গুরুদাসপুর পৌরসভার ১৩০ কোটি টাকার বাজেট ঘোষণা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। প্রথম শ্রেণির এ পৌরসভায় ১৩০ কোটি ৭৪ লাখ ৮১ হাজার ৭২৩ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী মোল্লা।
সোমবার (৮ জুলাই) দুপুরে পৌর মিলনায়তনে সুধীজনদের সঙ্গে আলোচনা শেষে এ বাজেট ঘোষণা করেন তিনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আহম্মদ আলী মোল্লা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার মিতা।
বাজেট নিয়ে আলোচনা করেন- পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হাসান আলী, হিসাবরক্ষক মো. নুরুজ্জামান টিবলু, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, গুরুদাসপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক সাজেদুর রহমান, আব্দুল বারী প্রমূখ। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও কর্মী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
গুরুদাসপুর পৌরসভায় ২০২৪-২৫ অর্থ বছরের মূল বাজেট ১৩০ কোটি ৭৪ লাখ ৮১ হাজার ৭২৩ টাকা ধরা হয়েছে এবং মোট ব্যয় ধরা হয়েছে ১৩০ কোটি ৬৫ লাখ ১ হাজার ৮৬০ টাকা। বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ৯ লাখ ৭৯ হাজার ৮৬৩ টাকা। এছাড়া রাজস্ব আয় ধরা হয়েছে ৯ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৯৮৩ টাকা ও রাজস্ব ব্যয় দেখানো হয়েছে ৯ কোটি ১৯ লাখ ২৬ হাজার ৮৬০ টাকা এবং মোট স্থিতি ধরা হয়েছে ৯ লাখ ৭৯ হাজার ৮৬৩ টাকা।
বক্তাদের প্রশ্নোত্তরে মেয়র শাহনেওয়াজ বলেন, এবারের বাজেটে রাস্তা, ড্রেন, কালভার্ট, সোলার, বৈদ্যুতিক বাতি, মশক নিধন, স্যানিটেশন, পানি সরবরাহ এবং চাঁচকৈড় হাটের উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে। এসব কাজ বাস্তবায়ন হলে গুরুদাসপুর হবে আলোকিত মডেল পৌরসভা।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com