January 13, 2025, 2:35 pm

শিরোনাম :
Yemen পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জন নিহত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত দুই সকল ভেদাভেদ ভুলে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে : অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সজীব সিকদার গণঅভ্যুত্থানের শততম দিন উপলক্ষে চকরিয়া পৌরশহরে পরিচ্ছন্নতা অভিযান চকরিয়ায় তায়াকোয়ানডো একাডেমি কর্তৃক কৃতী শিক্ষার্থী সংবর্ধনা আরাফাত রহমান কোকো মেমরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট পর্তুগালের ফাইনালে চ্যাম্পিয়ন সিলেট সিক্সার্স পর্তুগালে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস’র পরিচিতি সভা ও অভিষেক চকরিয়ায় বিশেষ ক্ষমতা আইন ও হত্যাচেষ্টার অভিযোগে পৃথক ২ মামলা: আসামি ৭৩৬ জন
মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে পাইকপাড়া ও গজেন্দ্র চাপিলার মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে মহারাজপুর এলাকার সর্বস্তরের জনসাধারণ। শনিবার বিকেলে উপজেলার চাপিলা ইউনিয়নের মহারাজপুর মুক্তবাজারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন এলাকার শত শত মানুষ। স্থানীয় সূত্রে জানাযায়, মহারাপুর গ্রামের পাশ্ববর্তী মহল্লা পাইকপাড়া ও গজেন্দ্র চাপিলার কিছু মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা দীর্ঘদিন যাবৎ মহারাজপুর গ্রামের বিভিন্ন স্থানে মাদক সেবন ও মাদক বিক্রি করে আসছে। এলাকাবাসী বিভিন্নভাবে চেষ্টা করেও তাদের রুখতে পারেনি। প্রশাসনের সহযোগিতা কামনা করে এলাকার সর্বস্তরের জনসাধারণ মানববন্ধন করেছে। মাদক বিরোধী কমিটির উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি স্থানীয় মসজিদের ঈমাম মাওলানা আব্দুল জব্বার জানান,‘ মহারাজপুর গ্রামে এখন হাত বাড়ালেই পাওয়া যায় মাদক। যুবসমাজ নষ্ঠ হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে একসময় ভয়াবহ আকার ধারন করবে মাদকে। প্রশাসনেরও তেমন কোন অভিযান নেই এসকল এলাকায়। দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের অভিযান দিয়ে মাদক বিক্রেতা ও মাদক সেবীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা দরকার।’
স্থানীয় বাসিন্দা আজিম উদ্দিন, মোকাদ্দেস আলী, আব্দুল হাদী, রফিকুল ইসলামসহ অনেকে জানান,‘মহারাজপুর গ্রামের পাশ্ববর্তী মহল্লা পাইকপাড়া ও গজেন্দ্র চাপিলার মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা এই এলাকা বেঁছে নিয়েছে মাদক বিক্রি ও সেবনের জন্য। সেই সাথে মহারাজপুরের কিছু অসাধু ব্যক্তি তাদের সহযোগিতা করার কারনে পরিস্থিতি বেশি খারাপ। মাদক বিক্রেতারা কৌশল পরিবর্তন করে এখন কোমলমতি শিক্ষার্থীদেরকে বেঁছে নিয়েছেন মাদক বহণের জন্য। এলাকাবাসী অতিষ্ঠ্য হয়ে মানববন্ধন করেছে। প্রশাসনের কঠোর নজরদারী ও অভিযান না চললে কোন ভাবেই এগুলো বন্ধ করা সম্ভব হবেনা।’
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ উজ্জল হোসেন বলেন,‘মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ওই এলাকাতে নজরদারী বাড়িয়ে অভিযান চালানো হবে।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com