September 9, 2024, 2:43 pm
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
গুরুদাসপুরে স্কুল ব্যাগে চোলাই মদ বহণ করে মাদক ব্যবসায়ীর কাছে পৌছে দেয়ার সময় এলাকাবাসীর হাতে আটক হয় তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী। শুক্রবার (৫ জুলাই) সন্ধায় উপজেলার চাপিলা ইউনিয়নের মহারাজপুর মুক্তবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্কুল ছাত্রের ব্যাগ থেকে চোলাই মদের ২০টি প্যাকেট জব্দ করে পুড়িয়ে দেয় এলাকাবাসী।
মহারাজপুর মাদক বিরোধী সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল জব্বার জানান, এক সময় মহারাজপুর গ্রামে কোনো ধরনের মাদক ছিলো না। এখন হাত বাড়ালেই যে কোনো ধরনের মাদক পাওয়া যায়। এলাকার যুব সমাজ মাদকে আসক্ত হচ্ছে। শুক্রবার সন্ধায় মুক্তবাজার দিয়ে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া আদিবাসী গোষ্ঠীর এক শিক্ষার্থী বাইসাইকেল যোগে স্কুল ব্যাগ পেছনে ঝুঁলিয়ে যাচ্ছিলো। শুক্রবার দিন হওয়া আর ওই শিক্ষার্থীর গতিবিধি সন্দেহজনক হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য দাড় করানো হয়। তারপর তার স্কুল ব্যাগ তল্লাসী চালিয়ে দেখা যায় সেখানে বই-খাতা কিছুই নেই। পলিথিনে প্যাকেটজাত করা আছে ২০ প্যাকেট চোলাই মদ। বয়স কম হওয়ায় প্রাথমিকভাবে তার অভিভাবকদের ডেকে সাবধান করে দেয়া হয়েছে এবং পরবর্তীতে এমন কাজ পূনরায় করলে তাকে পুলিশে দেয়া হবে বলে জানানো হয়েছে। চোলাই মদগুলো স্থানীয়দের উপস্থিতিতে নষ্ট করে দেওয়া হয়। তবে মাদক কার কাছে নিয়ে যাচ্ছিলো তা স্বীকার করেনি ওই শিক্ষার্থী।
স্থানীয় বাসিন্দা আজিম হোসেন বলেন, বেশকিছুদিন যাবৎ দূর-দুরান্ত থেকে মাদকসেবীরা এসে মহারাজপুর এলাকায় মাদক সেবন করছে। এলাকার কিছু অসাধু ব্যক্তি এই মাদক ব্যবসার সাথে জড়িত। প্রশাসনের তেমন কোনো অভিযান না থাকায় দিন দিন বেড়েই চলছে মাদকের কার্যক্রম। তিনি অতি দ্রুত প্রশাসনের অভিযান চান মাদকের বিরুদ্ধে।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. উজ্জল হোসেন জানান,মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে মাদক বিক্রেতা ও বিপুল পরিমান মাদক জব্দ করা হচ্ছে।