September 9, 2024, 4:41 am
নিজস্ব প্রতিবেদকঃ গতকাল চট্টগ্রামের আগ্রাবাদের ল্যান্ডমার্ক হোটেলে বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটি কর্তৃক পরিচিতি, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় ও চট্রগ্রাম মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক জসিম উদ্দিন ভূঁইয়াএসময় সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি আসাদ খান, পরিচালনা করেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান।উক্ত সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রফেসর ড. আনোয়ার হোসেন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। ঢাকার হাজী ক্যাম্প ও চট্টগ্রামে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কর্তৃক হাজীদের মধ্যে সহায়ক পকেট ফ্রী হজ গাইড বিতরণ করায় সভায় কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন। চট্টগ্রামের আগ্রাবাদে লেন্ডমার্ক হোটেলে উক্ত অনুষ্ঠানটি সফল করার জন্য বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাডভোকেট একেএম দাউদুর রহমান মিনা, প্রতিষ্ঠাতা ও সিনিয়র সহ সভাপতি মোঃ জাকির হোসেন বাদল ও প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক রসায়নবিদ ড. জাফর ইকবাল এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।