October 9, 2024, 10:31 pm
নিজস্ব প্রতিবেদকঃ ইতালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বৃহত্তর ঢাকা ইতালীর সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন রনি বলেন, ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস। দীর্ঘ নয় মাস পাকিস্তানি পাক হানাদার বাহিনীর সাথে বাঙালি মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছেন। ১৯৭১ সালের ২৬শে মার্চ এই দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করেছেন। কিন্তু ঐদিন বাংলাদেশ স্বাধীন হয়ে ওঠেনি। বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে আনতে দীর্ঘ নয় মাস যুদ্ধ চালিয়ে যেতে হয়। প্রায় ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বর্তমান বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে পেরেছে। তৎকালীন সময়ে বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। আর এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যখন তাদের ধর্ম, সংস্কৃতি, রাজনীতি এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে মতবিরোধ করছিল তখন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান ওপর বর্বর আচরণ শুরু করেছিল। আর তখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের এই বর্বরতা মেনে না নিয়ে নিজেদেরকে স্বাধীন করার লক্ষ্যে যুদ্ধে নেমে যান। কারণ ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে রক্তক্ষয়ীমুক্তিযুদ্ধে অনেক ত্যাগ এর মাধ্যমে বিজয় লাভ করা হয়। আর বাঙালি অর্জন করে নেয় স্বাধীনতা। আর ঠিক তখন থেকে বর্তমান পর্যন্ত ২৬শে মার্চ স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে এবং ভবিষ্যতে ২৬শে মার্চ স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হবে নিয়মিত। আমি ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাচ্ছি।