January 13, 2025, 9:02 pm
নিজস্ব প্রতিবেদকঃ ১৭ই মার্চ ২০২৪, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে এই মহান নেতাকে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন ইতালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বৃহত্তর ঢাকা ইতালীর সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন রনি।সাহাদাত হোসেন রনি বলেন, খোকা থেকে যে মানুষটি ধীরে ধীরে বেড়ে উঠে মুজিব এবং মুজিব থেকে বঙ্গবন্ধুতে পরিণত হয়েছেন এবং পরবর্তিতে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এবং সর্বোপরি জাতির পিতায় পরিণত হয়েছেন সেই মানুষটি আজ আমাদের মাঝে নেই। কিন্তু তিনি আমাদের মাঝে যে চেতনা রেখে গিয়েছেন, যে আদর্শ আমাদের মাঝে রেখে গিয়েছেন তার চর্চাটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধরে রাখতে হবে। নবজাগরণের যে মশাল জাগ্রত হয়েছিল ফ্লরেন্সে তরুণ সচেতন মননে তারই ধারাবাহিকতায় এই ঢাকায় যেখানে বুদ্ধির মুক্তি আন্দোলন শুরু হয়েছিল; সেই ধারণায় উজ্জীবিত থেকে আমাদের এই মশাল প্রজ্জলিত রাখতে হবে জন্ম থেকে জন্মান্তরে।