October 9, 2024, 9:48 pm
নিজস্ব প্রতিবেদকঃ ইতালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বৃহত্তর ঢাকা ইতালীর সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন রনি বলেন, একুশের চেতনাকে ধারণ করেই আমরা পৃথিবীতে যে যেখানেই থাকি না কেন এই বাংলা ভাষার জন্য, বাঙলার সংস্কৃতির জন্য যারা আত্মত্যাগ করেছে তাদের স্মরণ করি। একুশের চেতনা আছে বলেই সারা বিশ্বজুড়ে স্থায়ী শহীদ মিনার করা হয়েছে অনেক দেশেই। একুশ আমাদেরকে এনে দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষার মতো দিবসের একটা দিন। আজকে কিন্তু পৃথিবীর সব দেশেই এই দিবসটা পালন করা হয়। ইতালিতে এই শীতের রাতেও আমরা ১২.১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করি। একুশ আমাদের চেতনা, একুশ আমাদের বিশ্বাস। এই একুশকে সামনে রেখেই আমরা আমাদের পথ চলা শুরু করি। একুশের চেতনা অবিনশ্বর, যা আমাদের বাঙালি জাতিসত্তার অবিচ্ছেদ্য অংশ, যা বাংলা ভাষা ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার অনুপ্রেরণা। একুশ মানে চাপিয়ে দেওয়া সব বিষয়ে সর্বদা প্রতিবাদ করা। মহান ভাষা আন্দোলনের যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাঙালি জাতি আজ এতটুকু এগিয়ে এসেছে তা বর্তমান প্রজন্মের কাছে প্রেরণার উৎস হয়ে থাকবে। এই একুশের চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়েই আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। এই চেতনা থেকেই তিনি শক্তিটা পাচ্ছেন এবং দেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।