October 9, 2024, 10:36 pm
পেকুয়া ( কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজার ১ ( চকরিয়া- পেকুয়া) আসনে স্বতন্ত্রপ্রার্থী জাফর আলম তাঁর নিশ্চিত পরাজয় জেনে দিনের শেষ মূহুর্তে এসে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। তাঁর সন্ত্রাসীরা কেন্দ্র কেন্দ্রে গিয়ে প্রতিপক্ষ সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের সমর্থক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলা করে প্রভাব বিস্তারের শত চেস্টা করে ব্যর্থ হয়ে এ ঘোষণা দেন। এদিন সকাল থেকে জাফর আলম সুষ্ঠু নির্বাচন হচ্ছে বলে বেড়ালেও বিকাল ৩ টার দিকে তাঁর ভেরিফাইড ফেসবুক পেইজ অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এ ব্যাপারে আওয়ামী লীগ সমর্থিত হাতঘড়ি মার্কা প্রতীকের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম জানান; চকরিয়া পেকুয়ায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমার কোন কর্মী সমর্থক কোথাও কোন প্রভাব বিস্তার করেনি বরং জাফর আলমের সন্ত্রাসীরাই বিভিন্ন জায়গায় সহিংসতা করেছে। এলাকাবাসী জানায় পেকুয়া উপজেলার বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাফর আলমের কর্মী আবুল হোছাইন শামার নেতৃত্বে একদল সন্ত্রাসী বেলা আড়াই টার দিকে কেন্দ্র দখল করে সীল মারার সময় সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম এর কর্মীরা বাঁধা দেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতা ওয়াহিদর রহমান ওয়ারেচী সহ ৭ জন গুরুতর আহত হন।
উল্লেখ্য এ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন আহমেদ সিআইপির প্রার্থীতা বাতিল হওয়ার পর আওয়ামী লীগ কল্যাণ পার্টির চেয়ারময়ান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে সমর্থন দিয়ে কাজ করেন। নির্বাচনের শুরু থেকে চকরিয়া পেকুয়ায় সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের হাতঘড়ি মার্কার পক্ষে গণ জোয়ার সৃষ্টি হয়। #