October 9, 2024, 11:03 pm
নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনএফের সদস্য-কুমিল্লা ১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ও টেলিভিশন মার্কার প্রার্থী মোঃ জসিম উদ্দিন সারা চৌদ্দগ্রাম ব্যাপী ব্যাপকভাবে গণ সংযোগ করেন। এ সময় নেতাকর্মীরা টেলিভিশন প্রতীক নিয়ে নেচে-গেয়ে নির্বাচনী ভোটদের কাছে প্রচার করেন। চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত, কিশোর গ্যাং মুক্ত, ইভটিজিং মুক্ত ও সন্ত্রাস মুক্ত সুন্দর কুমিল্লা ১১ (চৌদ্দগ্রাম) গড়তে টেলিভিশন মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মোঃ জসিম উদ্দিন।এই গণসংযোগে টেলিভিশন মার্কার পক্ষে ভোট চেয়ে সকলের কাছে গিয়ে তিনি ভোট প্রার্থনা করেন। ভোটারদের ভোটের দিন কেন্দ্র পাহাড়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা ৭ জানুয়ারি ৭ ঘণ্টা কেন্দ্র পাহাড়া দেবেন। আমি ৫ বছর আপনাদের পাহারা দিয়ে রাখব। আর এমপি হলে শুধু নারী-শিশু নির্যাতন না, পশুপাখি নির্যাতনকারীদের বিরুদ্ধেও আমি শক্ত ব্যবস্থা নেব। গ্রামের সাধারণ ভোটাররা আমাকে ব্যাপক সারা দিচ্ছেন। ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই তাহলে এই চৌদ্দগ্রাম উপজেলাকে আধুনিক চৌদ্দগ্রামে রুপান্তরিত করা হবে। এটাই বড় প্রত্যাশা রইল।এসময় সবার ঘরে ঘরে টেলিভিশন মার্কার লিফলেট বিতরণ করা হয়।সভা শেষে নেতাকর্মী ও সমর্থকরা এলাকায় পায়ে হেঁটে ভোট প্রার্থনা করেন।