December 10, 2023, 7:56 am

শিরোনাম :
বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সাইদুর রহমান জেল হত্যা দিবসে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটির সদস্য নির্বাচিত হয়েছেন রসায়নবিদ মোঃ জাফর ইকবাল গোদাগাড়ীতে শিক্ষকদের অবদান অধিকার এবং কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা শীর্ষক আলোচনা সভায় গোদাগাড়ীতে ১ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ আটক ২ ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রীয় মর্যাদায় মহিলা মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন ঠাকুরগাঁও রাণীশংকৈলে ১৭জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ প্রাকৃতিক দূর্যোগের বাঁধা সামলে কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম ৮ম বারের মতো জাতীয় চ্যাম্পিয়ন! ডুলাহাজারায় দুই করাতকলে অভিযান; জরিমানা সহ মালামাল জব্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাহাদাত হোসেন রনি
জেল হত্যা দিবসে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি

জেল হত্যা দিবসে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি

ইতালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন রনি বলেন, ১৯৭৫ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামান বন্দি অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্বাধীনতা বিরোধী ঘাতকচক্রের হাতে নির্মমভাবে শাহাদত বরণ করেন।গভীর শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করেন তিনি। তিনি জাতীয় চার নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। সাহাদাত হোসেন রনি বলেন, “আমাদের স্বাধীনতার পেছনে রয়েছে অনেক সংগ্রাম ও আত্মত্যাগ। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দু’দশকের অধিককাল ধরে জাতিকে বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করে নানা চড়াই-উতরাই পেরিয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দেন। তার আহ্বানে শুরু হয় মুক্তিযুদ্ধ।”তিনি বলেন, বঙ্গবন্ধু পাকিস্তান কারাগারে বন্দি থাকাবস্থায় তার অবর্তমানে ১৯৭১ সালে জাতীয় চার নেতা মুজিবনগর সরকার গঠন, রণ নীতি ও রণ কৌশল প্রণয়ন, প্রশাসনিক কর্মকাণ্ড ও মুক্তিযুদ্ধ পরিচালনা, কূটনৈতিক তৎপরতা, শরণার্থীদের তদারকিসহ মুক্তিযুদ্ধকে জনযুদ্ধে পরিণত করতে অসামান্য অবদান রাখেন। জাতি তাদের অবদান চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। ঘাতক চক্রের উদ্দেশ্য ছিল দেশে অগণতান্ত্রিক স্বৈরশাসনের উত্থানের পাশাপাশি নতুন প্রজন্মের কাছ থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শকে মুছে ফেলা। কিন্তু ঘাতক চক্রের সেই উদ্দেশ্য সফল হয়নি। যত দিন বাংলাদেশ থাকবে তত দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার আদর্শ চির অম্লান থাকবে।“বঙ্গবন্ধু সুখী-সমৃদ্ধ ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন দেখেছিলেন। তার অসমাপ্ত কাজ শেষ করতে সবাই নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখবেন- এটাই হোক জেল হত্যা দিবসে আমাদের অঙ্গীকার”, বলেন সাহাদাত হোসেন রনি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com