September 9, 2024, 2:34 pm
জিয়াউল হক জিয়া, চকরিয়া
চকরিয়া উপজেলার ডুলাহাজারায় অবৈধ ২টি করাতকলে যৌথভাবে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও কক্সবাজার উত্তর বনবিভাগের কর্তৃপক্ষ।
সোমবার (২ অক্টোবর) সকাল ১০টায় অভিযান চালানো হয়।অভিযানে নেতৃত্ব দেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জেপি দেওয়ান ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) শীতল পাল।
অভিযানের বিষয়ে ফাঁসিয়াখালী রেঞ্জকর্মকর্তা মেহরাজ উদ্দিন জানান,ডুলাহাজারা বাজারস্হ জসিম উদ্দিন ও নজির আহমদের অবৈধ দুটি করাতকলে অভিযান চালিয়ে ২টি মেশিন,২টি করাত,১টি লোহার ট্রে,১টি চাকা,২৫টি বল্লী, বিবিধ কাঠ- ৭ ঘন ফুট গাছ জব্দ হয় করা হয়েছে।পরে প্রত্যক করাতকল মালিক ৫হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।এভাবে করাতকল উচ্ছেদ করা হয়েছে।
এসময় আমি সহ থানা পুলিশ সদস্য,রেঞ্জের স্টাফ, সিপিজির সদস্যগণ উপস্থিত ছিলেন।অভিযানে অংশ নেওয়া সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আনোয়ার হোসেন সরকার।