December 10, 2023, 8:11 am
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে সমবায় বৃত্তি প্রদান অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সংগঠনের সেক্রেটারী বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি নুরুল আবছার। ১ সেপ্টেম্বর (শুক্রবার) পেকুয়া সমবায় কমিউনিটি সেন্টার হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সাংবাদিক সাজ্জাদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা আ’লীগের সেক্রেটারী মুহাম্মদ আবুল কাশেম। প্রধান মেহমান ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা, প্রধান বক্তা ছিলেন পেকুয়া উপজেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি সাইফুদ্দিন খালেদ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন পেকুয়া জি,এম,সির সাবেক প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার ছাবের আহমদ, পেকুয়া সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি এম,আজম খান, ঋণদান সমিতির পরিচালক নুর মোহাম্মদ, সাবেক সভাপতি মাহামুদুল করিম ফারুখী, পেকুয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুমন বিশ্বাস, মুক্তিযোদ্ধা ও টইটংয়ের সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন আহমদ, পেকুয়া বাজার দোকান মালিক সেক্রেটারী সাংবাদিক শাখাওয়াত হোসাইন সুজন, পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মিনহাজ উদ্দিন, পেকুয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি মুজিবুল হক চৌধুরী প্রমুখ। এ দিকে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বই উপহার দেন কৃতি শিক্ষার্থীদের জন্য। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরআলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত ৭৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ, বই, মেডেল, সম্মানী তুলে দেন।