December 12, 2024, 6:17 am
আইনজীবী নুরুল ইসলাম সজীব সাধারণ সম্পাদক নির্বাচিত
বিজ্ঞপ্তি:ঢাকায় বসবাসরত পিরোজপুরের নাজিরপুর উপজেলার সমমনা তরুণদের নিয়ে আত্মপ্রকাশ করেছে অরাজনৈতিক সেবামূলক সংগঠন নাজিরপুর ফ্রেন্ডস ক্লাব (এনএফসি)। শুক্রবার রাজধানীর মিরপুরে স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন মো: জোবায়ের। সাধারণ সম্পাদক হয়েছেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মো: নুরুল ইসলাম (সজীব)। কমিটিতে অন্যান্যের মধ্যে রয়েছেন সহ সভাপতি মো তরিকুল ইসলাম (সেন্টু), সহ সাধারণ সম্পাদক – মো: হাফিজ, সংগঠনিক সম্পাদক -ইঞ্জিনিয়ার মো: রাসেল সিকদার, কোষাধ্যক্ষ -মো: মহিউদ্দিন উজ্জ্বল, দপ্তর সম্পাদক -মো:লিংকন শেখ, প্রচার সম্পাদক -মো: শাহরিয়ার পাপন, কার্যনির্বাহী সদস্য -১. মো :আরিফ আহমেদ, ২. মো: জোবায়ের খন্দকার, ৩.মো: আরিফুর রহমান হাসান, ৪.মো: আশিক, ৫.অনির্বাণ বালা।