December 10, 2024, 10:19 pm
রাজধানীর সরকারি তিতুমীর কলেজে অধ্যয়নরত বরিশাল জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘বরিশাল জেলা ছাত্রকল্যাণ পরিষদ’ এর উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) তিতুমীর কলেজের শহীদ বরকত মিলনাযতনে ছাত্রকল্যাণের সভাপতি নবীন হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হাওলাদারের সঞ্চালনায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে কলেজের প্রধান ফটকে পথচারী, অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ করেন বরিশাল জেলা ছাত্রকল্যাণের নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা।
ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শেরেবাংলা ফাউন্ডেশনের সভাপতি ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য এ কে ফাইজুল হক রাজু, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, বাঙলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সাখাওয়াত হোসেন সজিব, তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল।
এছাড়াও বড়াকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম হেলালসহ তিতুমীর কলেজে পড়ুয়া বরিশাল জেলার সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও ছাত্রনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিএন/জিটিসি/এমএআর