January 29, 2023, 11:58 pm
নিজস্ব প্রতিনিধি
তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পীদের মধ্যে অন্যতম একজন শিল্পী ফারদিন।
ইতিমধ্যে তরুণ প্রজন্মের শিল্পীদের মধ্যে জায়গা করে নিয়েছেন সাংস্কৃতিক অঙ্গনে,পেয়েছেন ফারদিন জাতীয় পুরস্কার।
গানের পাশাপাশি অভিনয়ও করেছেন বাংলাদেশ ও তামিল সিনেমায়।
এরি ধারাবাহিকতায় ফারদিন এবার বাংলাদেশ পেসাপেলো এসোসিয়েশন এর সিনিয়র সদস্য এবং পেসাপেলো জাতীয় টিম এর ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন গতকাল বঙ্গবন্ধু চতুর্থ জাতীয় নারী মিশ্র পেসাপেলো চ্যাম্পিয়ন এর অনুষ্ঠানে উদযাপন কমিটির চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন ফারদিন। অনুষ্ঠানের শেষে ফারদিন এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক সচিব এবং পেসাপেলো এসোসিয়েশন এর চেয়ারম্যান মোঃ মোজাম্মেল, রাজারবাগ পুলিশ রিজার্ভ ফোর্স এর এডমিন উপ- কমিশনার মোমেন পেসাপেলো এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক যুবাহের তালহা।