September 20, 2023, 8:41 am

শিরোনাম :
গোদাগাড়ী উপজেলার প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প কর্তৃক আয়োজনে ৪০০টি পরিবারের মাঝে ভ্যাড়া বিতরণ

গোদাগাড়ী উপজেলার প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প কর্তৃক আয়োজনে ৪০০টি পরিবারের মাঝে ভ্যাড়া বিতরণ

রবিউল ইসলাম মিনাল
স্টাফ রিপোর্টার:

রাজশাহীর গোদাগাড়ীতে ২৮/১১/২০২২ তারিখ সময় আনুমানিক ১২.টা ৩০ মিনিট এর দিকে গোদাগাড়ী থানাধীন সদর জোন এলাকার উপজেলা হলরুমে।
সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আদিবাসি সাওতালদের অর্থ জীবন মানউন্নয়নে লক্ষ্য সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প কর্তৃক আয়োজিত নির্বাচি চিত,সুফল ভোগী ৪০০টি পরিবারের মাঝে ভ্যাড়া ও ভ্যাড়ার ঘর নির্মাণ ৪০০টি পরিবার ২ টি করে টিন,৪ টি, খুটি০৫ পাঁচটি করে, ভ্যাড়া রাখার স্ট্রেউপকরন বিতরন অনুষ্টান,

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর সংসদ সদস্য গোদাগাড়ী তানোর রাজশাহী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব,জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদ চেয়াম্যান,গোদাগাড়ী।
আলহাজ্ব হজউদ্দিন বিশ্বাস গোদাগাড়ী পৌর মেয়র।
জনাব,ডঃ জুলফিকার মোঃ আখতার হোসেন, জেলা প্রানীসম্পদ কর্মকতা, রাজশাহী।
আব্দুল মালেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান।
মোছাঃসুফিয়া খাতুন(মিলি)মহিলা ভাইস, চেয়ারম্যান, উপজেলা গোদাগাড়ী।

সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন,পংকজ দেবনাথ, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)গোদাগাড়ী রাজশাহী।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com